হ্যাপিনেস ডে তে সনাক্সির নাচ। ভাইরাল সসাম মিডিয়ায়

হ্যাপিনেস ডে তে সনাক্সির নাচ। ভাইরাল সসাম মিডিয়ায়

নিউজ ডেস্কঃ সোনাক্ষী সিনহা পাটনার একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন, যেটি ২০১০ সালের বলিউডের সর্ব্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তার অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন।
সোনাক্ষী ২০০৫ সালে মেরা দিল লেকে দেখো ছায়াছবির জন্য পোশাক নকশা, পোশাক ডিজাইনার হিসাবে তার কর্মজীবন শুরু করেন, এবং ল্যাকমি ফ্যাশন উইক ২০০৮ এর মডেল হিসেবে তার র‍্যাম্প ওয়াক শুরু হয়।এবং এরপর আবার তিনি ল্যাকমি ফ্যাশন উইক (২০০৯) যোগ দেন।

তিনি তাঁর কর্মজীবনে দাবাং, রাউডি রাথোর, জোকার, ও মাই গড, সন অফ সর্দার, দাবাং২, হিম্মাতওয়ালা, লুটেরা, আকিরা সহ বেশ কিছু ছবি।

তিনি তাঁর অভিনয় জীবনে দাদা সাহেব ফালকে পুরস্কার সহ বহু পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন।

View this post on Instagram

Vintage vibes 💫

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

View this post on Instagram

🍂

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

View this post on Instagram

🤍

A post shared by Sonakshi Sinha (@aslisona) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *