অভিনব ফটোশ্যুট টলি অভিনেত্রী পার্নো মিত্রের

অভিনব ফটোশ্যুট টলি অভিনেত্রী পার্নো মিত্রের

ফিল্ম ডেস্কঃ সিরিয়াল জগত থেকে উঠে এসে সিনেমা করেছেন এমন নাম বহু আছে আজকের দিনে। বিশেষ করে আবার ওয়েব সিরিজের ক্ষেত্রে। কারন ওয়েব প্ল্যাটফর্ম আসার পর সিনেমা জগতের পরিধি অনেকটা বড় হয়েছে।

পার্নো মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের এখন অন্যতম সেরা নাম। শুরুটা হয়েছিল টিভি সিরিয়াল থেকে। ২০০৭ সালে রবি ওঝার হাত ধরে উঠে আসা এই নায়িকা এখন বাংলা চলচ্চিত্র জগতকে বেশ কয়েকটি হিট ছবি ইতিমধ্যেই দিয়েছেন।

তাঁর প্রথম ছবি “রঞ্জনা আমি আর আসবো না” জাতীয় পুরষ্কার লাভ করেছিল। এরপর বেডরুম, একলা আকাশ, মাছ মিষ্টি অ্যান্ড মোড়, আমি আর আমার গার্ল ফ্রেন্ডস, এর মতো একাধিক হিট ছবি দিয়েছেন। সিনেমার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ এই টলি তারকা। কিছুদিন পরেই তার নতুন ছবি আসতে চলেছে ধর্মযুদ্ধ।

View this post on Instagram

Doob #throwback #2016

A post shared by Queen P (@parnomittra) on

View this post on Instagram

#SaraswatiPujo special 😍

A post shared by Queen P (@parnomittra) on

View this post on Instagram

Hello old picture! 😁😛😎

A post shared by Queen P (@parnomittra) on

View this post on Instagram

🖤🖤🖤🖤

A post shared by Queen P (@parnomittra) on

View this post on Instagram

💛💐

A post shared by Queen P (@parnomittra) on

View this post on Instagram

Soaking in the winter sun !! 🌞🌞🌞

A post shared by Queen P (@parnomittra) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *