হ্যালুসিনেশান নতুন বাংলা ছবি “মাউথ অর্গান”
নিউজ ডেস্কঃ মোমো এম.ডি ওরফে মনোজ। ইতিমধ্যে তার অভিনয়ের জাদুতে সবাইকে মত্ত করে টলিউডের এক পরিচিত অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। মাত্র 33 বছর বয়সেই এই অভিনেতা “তারানাথ তান্ত্রিক”,”ভুলে যেও না প্লিজ”,”মিরা,অগ্নিপরীক্ষা”,”মৌচাক”,”সতী”,”জাগরন” সহ একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়ালে দেখা গেছে তাঁকে। পাশাপাশি “08:08 এর বনগাঁ লোকাল”,”রয়েল বেঙ্গল টাইগার”, “বিবাহ অভিযান”,”দত্তপাড়া”,”ঝরা পালক”, “ত্রাস বুননের” মত সারাজাগানো সিনেমায় অভিনয় করেছেন। তবে সিরিয়াল দিয়েই তার অভিনয় জীবনের শুরু ভাবলে ভুল। খুব ছোটবেলা থেকেই অত্যন্ত