একসময় বলিউডের হার্টথ্রব তাবুর ফটোগ্যালারি

একসময় বলিউডের হার্টথ্রব তাবুর ফটোগ্যালারি

ওয়েব ডেস্কঃ তাবু ওরফে তাবাসসুম ফাতিমা হাশমি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি মূলত হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এছাড়াও তিনি অসংখ্য তেলুগু, তামিল, মালায়ালম, মারাঠি এবং বাংলা ভাষার ছবিতে কাজ করেছেন। তিনি হলিউড ছবিতেও অভিনয় করেছেন। তিনি দু’বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং রেকর্ড সংখ্যক চারটি সমালোচক পুরস্কারসহ শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মাননায় ভূষিত করে।

তাবু তাঁর কর্মজীবনে  মাচিস (১৯৯৬), কালাপানি (১৯৯৬), কধল দেসম (১৯৯৬), বিরাসত (১৯৯৭), হু তু তু (১৯৯৯), কান্দুকোন্দাইন কান্দুকোন্দাইন (২০০০), অস্তিত্ব (২০০০), চাঁদনী বার (২০০১), মকবুল (২০০৩), চিনি কম (২০০৭), হায়দার (২০১৪), দৃশ্যম (২০১৫), এবং আন্ধাধুন (২০১৮) চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন।

তিনি তাঁর কর্মজীবনে প্রচুর পুরষ্কারে পুরষ্কৃত হয়েছেন ‌কিন্তু তার মধ্যে অন্যতম ২০১৪ সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী পুরস্কার।

View this post on Instagram

Lean on.. #jawaanijaaneman 31-1-2020

A post shared by Tabu (@tabutiful) on

View this post on Instagram

Suno, @audiblesuno #thrillerfactory

A post shared by Tabu (@tabutiful) on

View this post on Instagram

तो खींच मेरी फ़ोटो !

A post shared by Tabu (@tabutiful) on

View this post on Instagram

#akinarula @indianfilmfestival

A post shared by Tabu (@tabutiful) on

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *