পরিক্ষা শিক্ষার্থীদের বেশি চাপ দেওয়া বন্ধ করুন নইলে হার্টের অসুবিধা হতে পারে

পরিক্ষা শিক্ষার্থীদের বেশি চাপ দেওয়া বন্ধ করুন নইলে হার্টের অসুবিধা হতে পারে

রিয়া আচার্যঃ পরিক্ষা শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।যার জন্য প্রতিবছরই শিক্ষার্থীরা পরিশ্রম করে। এর এক একটা ক্লাস বাড়ার সাথে সাথে চাপও বারতে থাকে। বড়ো ক্লাস মানেই বড়ো সিলেবাস।আর তাই চাপেও শেষ থাকে না। কিন্তু এই চাপ একজন শিক্ষার্থীদের পক্ষে খুবই ক্ষতিকারক।এই চাপ শুধু মস্তিষ্কে নয় হৃদয়ের উপরও ক্ষতিকারক প্রভাব ফেলে থাকে। যার ফলে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। এই নিয়ে ফোর্টিস হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের ডাঃ কে.এম.মান্দানা বলেছেন ‘ পরিক্ষার চাপ হৃদয়কে বাধাগ্রস্ত করতে পারে এবং কয়েকটি সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন বুক ধড়ফড় করা বা অ্যারিথিমিয়া এগুলি সাধারন আর কার্ডিয়াক অ্যারেস্টের মতো অবস্থা অত্যন্ত বিরল’।হৃদস্পন্দন বলতে বুঝি হৃদযন্ত্রের ধড়ফড়ানিকে বোঝায়।হার্টের ধড়ফড়ানি একটি সাধারন ব্যাপার তবে সেটি অনিয়মিত হৃদস্পদন (এরিথমিয়া) হলে এর জন্য চিকিৎসা আবশ্যিক।

বর্তমানে এই সমস্যা বেশিরভাগ সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা। সময় অল্প থাকার দরুন সিলেবাস সম্পূর্ণ করার তাগিদে অনেক অনিয়ম করে শিক্ষার্থীরা। যার ফলে এরিথমিয়ার মতো রোগের সমস্যায়  ভুগতে হয় শিশুদের।

তাই বুকে ব্যাথা, মাথা ঘোরা, শ্বাসকষ্টের তীব্র সংকট ইত্যাদি সমস্যা দেখা দিলে ডাক্তার দেখানো এবং তার পরামর্শ মেনে চলা অতি প্রয়োজনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *