পরিক্ষা শিক্ষার্থীদের বেশি চাপ দেওয়া বন্ধ করুন নইলে হার্টের অসুবিধা হতে পারে
রিয়া আচার্যঃ পরিক্ষা শিক্ষার্থীদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।যার জন্য প্রতিবছরই শিক্ষার্থীরা পরিশ্রম করে। এর এক একটা ক্লাস বাড়ার সাথে সাথে চাপও বারতে থাকে। বড়ো ক্লাস মানেই বড়ো সিলেবাস।আর তাই চাপেও শেষ থাকে না। কিন্তু এই চাপ একজন শিক্ষার্থীদের পক্ষে খুবই ক্ষতিকারক।এই চাপ শুধু মস্তিষ্কে নয় হৃদয়ের উপরও ক্ষতিকারক প্রভাব ফেলে থাকে। যার ফলে নানা সমস্যা সৃষ্টি করতে পারে। এই নিয়ে ফোর্টিস হাসপাতালের কার্ডিওথোরাসিক সার্জারি বিভাগের ডাঃ কে.এম.মান্দানা বলেছেন ‘ পরিক্ষার