ওয়েব ডেস্কঃ টলি থেকে শুরু করে গোটা বলি মহল মেতে উঠেছে হলিতে। পিছিয়ে নেই এবার বলিউড ও। বলি মহলের সাথে পাল্লা দিয়ে তারাও খেললেন হলি। বিশেষত তা প্রিয়াঙ্কা চোপড়ার সৌজন্যে। স্বামী নিক জনাসের সাথে খেললেন, সাথে দেখা গেলেও ক্যাটরিনাকেও।
হংকং-এ জন্ম,মানুষ হয়েছেন লন্ডনে আর এখন কাজ করছেন ভারতে। অবশ্য ভারতে আসার পর তিনি নিজেকে ভারতীয় বানিয়ে তুলতে কিছুটা হলেও সফল। হ্যাঁ,তিনি আর কেউ নন ক্যাটরিনা কাইফ।প্রথমদিকে নিজের ক্যারিয়ারে সেরকম সুযোগ না পেলেও বন্ধু সালমান খানের সাথে পরিচয় হওয়ার পর তাকে আর পিছনে ঘুরে তাকাতে হয়নি।16 বছরের কর্মজীবনে তিনি 2টি ফিল্মফেয়ার পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন ক্যাট।
সোশ্যাল মিডিয়াতে ইদানিং ঝড় তুলেছেন ক্যাটরিনা কাইফ। বলিউডের হাতেগোনা কয়েকজন নায়িকার মধ্যে তিনিও রয়েছেন যিনি 3 জন খানের সাথেই কাজ করেছেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের উষ্ণছবি দিয়ে নেটিজেনদের মধ্যে উত্তাপ ছড়িয়েছেন ‘ধুম 3’ খ্যাত সুন্দরী।
ইনস্টাগ্রামে আসার 24 ঘন্টার মধ্যে তার ফলোয়ার সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি পৌঁছে যায়।নিজের প্রথম দিনেই টাওয়াল পরিহিত সাদাকালো ছবি দিয়ে ইন্টারনেটে ঝড় তোলেন ‘টাইগার জিন্দা হ্যায়’ খ্যাত ক্যাটরিনা। ।নিচে তার কিছু আলোড়ন ফেলা ছবি রইলো