সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল দিশা পাটানির ফটোশ্যুট। রইল ফটোগ্যালারি
ওয়েব ডেস্কঃ বি-টাউনে নিজের দক্ষতায় স্থান করে নেয়া নতুন অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি অন্যতম। নিরাজ পান্ডের পরিচালিত ধোনির বায়োপিকে এক মুখ্য ভূমিকা পালন করেন দিশা,এবং সুশান্ত সিং রাজপুত অভিনীত এই ছবি দিয়ে বলিউডে দিশার হাতেখড়ি। এছাড়াও পাটানিকে ‘বাগি 2 ‘ ছবিতে টাইগারের সাথে দেখা যায় এবং এই ছবির পর থেকে শোনা যায় টাইগার ও দিশার একটি সম্পর্ক রয়েছে। দিশার শেষ ছবি ‘ভারত’ যা বক্স অফিসে অনবদ্য সাফল্য পায়। মেগাস্টার সালমান