March 6, 2020

হলির সময় বিপদ এড়াতে এই নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন

সুমিত, কলকাতাঃ খেলবো হলি রং দেবনা তাই কখনও হয়? এসো এসো বাইরে এসো ভয় পেয়না ভাই গানের এই দুকলি লাইন মনে পড়ছে? অবশ্য মনে পড়ারই কথা। বাঙালি বলে কথা। তার উপর আবার বসন্ত উৎসব দোর গোড়ায়। আর এই বসন্ত উৎসবের আবার বিভিন্ন নাম। সারা ভারতবর্ষ থেকে শুরু করে পাকিস্তানের কিছু অংশ সহ লাতিন অ্যামেরিকা তথা গোটা বিশ্বে এ এক আনন্দের উৎসব। এক এক জায়গায় এক এক নামে মানুষ এই উৎসবকে সেলিব্রেট