নিউজ ডেস্কঃ সারা বিশ্ব তাঁকে চেনেন বিরাট পত্নী বলে। তবে জানেন কি তিনি নিজেকে একজন আর্মির মেয়ে বলে পরিচয় দিতে বেশি ভালবাসেন। তিনি আনুস্কা শর্মা। বলিউডের সর্বচ্চ পারিশ্রমিক নেওয়া নায়িকাদের তালিকায় অন্যতম তিনি।
বর্তমানে তিনি বিরাট পত্নী বলে পরিচিতি হলেও জন্মে ছিলেন এক আর্মি কলোনেলের ঘরে। বাবা অজয় কুমার শর্মা। একজন আর্মি অফিসার। আর এক আর্মি অফিসারের মেয়ে হওয়ার কারনে তিনি বেঙ্গালরের এক আর্মি স্কুলে পরাশুনা শেষ করেছিলেন। তবে জন্ম রাম জন্মভুমি অযোধ্যায়। সেখান থেকে বেঙ্গালরে গিয়ে পড়াশুনা সারেন তিনি।
পড়াশুনা শেষ করার পর তিনি মুম্বাই চলে যান সেখানে গিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করবেন বলে। ক্যারিয়ারের শুরুটা মডেলিং দিয়ে শুরু হলেও তাঁর প্রথম ছবি ছিল বলিউড হার্টথ্রব শাহরুখ খানের সাথে। আর প্রথম ছবিই হিট। ফলে নিজের ক্যারিয়ারে খুবই সফল এই বলি নায়িকা।
প্রথম ছবিতেই তিনি সেরা অভিনেত্রীর জন্য নমিনেশান পান। এরপর “অ্যায় দিল হ্যায় মুশকিল”, “পিকে” এবং “সঞ্জু” বলিউডের অন্যতম সেরা হিট ছবিতে দেখা গেছে তাঁকে। তবে বর্তমানে তিনি কোনও ছবি করছেননা। তবে ছবি না করলেও নিজের প্রডাকশন হাউস খুলেছেন তিনি। সেখানে একাধিক ছবির কাজ চলছে।