সোহিনী সরকারঃ নারী দিবসের প্রাক্কালে রয়াল স্টাগ ব্যারেল সিলেক্ট লার্জ শর্ট ফিল্ম দর্শকদের জন্য উপহার হিসাবে তৈরি করেছে এক নতুন সিনেমা” দেবী “। এটিকে শুধু নারী দিবস উপলক্ষে তৈরি বা নারী কেন্দ্রিক সিনেমা বললে ভুল বলা হবে কারণ এই সিনেমা দেখা উচিত সবার। ভারতের মতো দেশে,যেখানে সারা বছর নারীরা বিভিন্ন ভাবে নির্যাতিতা হন এবং শুধুমাত্র ‘নারী দিবস’ নামক একটি দিনই দেবীর মর্যাদায় স্থাপন করা হয় তাদের, সেখানে এই ধরনের সিনেমা বিশেষ দরকারী কারণ এই ধরনের সিনেমা মানুষকে ভাবায়,ভাবতে বাধ্য করে।
সমাজের বিভিন্ন স্তরের ৯জন নারী, যাদের প্রত্যেকের জীবন প্রত্যেকের থেকে সম্পূর্ণভাবে আলাদা।তাদের কেউ হয়তো গ্রামে থাকে ,কেউ হয়তো গৃহবধূ কেউ বা কর্পোরেট জব করে ,কিন্তু তাদের এই আলাদা আলাদা পৃথিবী কে যুক্ত করেছে একটাই জিনিস,অত্যাচার ও শোষণ। একত্রে এক ঘরে ঠাঁই হয় এদের প্রত্যেকের। আর এই নয় জন নারীর একই ভাগ্য ও অত্যাচারের কাহিনী এক দৃঢ় ভাষায় তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মে। আর এখানেই এই ফিল্মের সার্থকতা।
চিত্র নাট্য,কলাকুশলীদের অভিনয় ১৩ মিনিটের এই শর্ট ফিল্ম কে এক অন্য মাত্রায় নিয়ে যেতে সক্ষম হয়েছে।কাজল, শ্রুতি হাসান, নেহা ধূপিয়া,রামা যোশির মতো দুর্দান্ত অভিনেত্রীদের অসাধারণ অভিনয় ফুটে উঠেছে এই শর্ট ফিল্মে। একটি ছোট্ট সিনেমা যে কতটা শক্তিশালী হয়ে উঠতে পারে তার প্রমান”দেবী”।
সিনেমাটি ইউটিউব এর মত বিখ্যাত অনলাইন প্লাটফর্মে উপলব্ধ রয়েছে। এখনো যদি সিনেমাটা আপনার দেখা হয়ে না থাকে তাহলে দেরি কিসের? যান এখনই দেখে আসুন শর্ট ফিল্মটি।