ওয়েব ডেস্কঃ বিদেশে ডেবিউ হলেও ভারতে এসে নাম কামিয়েছেন এমন অভিনেত্রীর সংখ্যা প্রচুর। ঠিক তেমনই একজন নায়িকা হলেন এমি জ্যাক্সন। তবে কিছুদিন আগেই মা হয়েছেন এমি।
বিয়ের আগেই প্রেগন্যান্ট। ভারতীয় সংস্কৃতিতে সচরাচর দেখা যায়না। খুব সত্যি কথা বললে ইউরপিয়ান সংস্কৃতিতে মাঝে মধ্যেই দেখা যায়। যেমন ধরুন লিওনেল মেসির ক্ষেত্রে। বিয়ের আগেই দুই সন্তানের পিতা। পরে আন্তেলোন্নাকে বিয়ে করেন তিনি।
তবে এবার ভারতেই দেখা গেল সেই দুর্লভ বিষয়টি। বিয়ের আগেই প্রেগন্যান্ট। এবং সেই ছবি সাহসিকতার সঙ্গে পোস্ট করেলেন সোশ্যাল মিডিয়াতে। তিনি অ্যামি জ্যাকসন। জন্মসূত্রে ব্রিটিশ। বাবা মা দুজনেই ইংল্যান্ডে বসবাসরত। অ্যামি মিস লিভারপুল, মিস ইংল্যান্ড এবং মিস টিন ওয়ার্ল্ড এর মতো প্রেস্টিজিয়াস পুরস্কারে অংশগ্রহন করার পাশাপাশি জিতেছেন ও।
তামিল ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন তিনি। এরপর “এক দিওয়ানা থা” দিয়ে বলিউডে এন্ট্রি হয় তাঁর। শেষ ছবি রোবট ২.০। তবে এখন ছবি নয় নিজের প্রেগনেন্সি বেশ খুশী তিনি। শেষ চারবছর ধরে বর জর্জ পানাইয়াতুকে ডেট করছেন তিনি। কিছুদিন আগে নিজে সোশ্যাল মিডিয়াতে নিজের বিয়ের খবর জানিয়েছিলেন তিনি। ২০২০ তে বিয়ের পিড়িতে বসলেও তাঁর আগেই নিজের প্রেগন্যান্ট হওয়ার ছবি অর্থাৎ বেবি বাম্পের ছবি শেয়ার করলেন নিজের ইনস্টাগ্রামে। শুধু তাই নয় তাঁর এই প্রেগন্যান্টের জন্য তাঁর পরিবার, বন্ধুবান্ধবরা একের পর এক পার্টিও দিয়েছেন তাঁর জন্য।