March 4, 2020

অভিনব শাড়িতে ফের ভাইরাল বঙ্গ ললনা স্বস্তিকা চট্টোপাধ্যায় এর ফটোশ্যুট

ফিল্ম ডেস্কঃ তাঁর মুখে কিছু আটকায় না। সমালোচনা করলে সাধারন মানুষকে সোজা উত্তরটা দিতে একবারও পিছু হননা। তিনি স্বস্তিকা চট্টোপাধ্যায়। ২০০১ সালে হেমন্তের পাখি দিয়ে সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপর “আবার ব্যোমকেশ”, “ব্যোমকেশ বক্সি”, “বাই বাই ব্যাংককের” মতো একের পর এক হিট ছবি দিয়েছেন। সিনেমা জগতে তিনি বেশ নাম করলেও ব্যাক্তিগত জীবনে অনেক টানাপড়েন। অনেক নতুন সম্পর্ক, তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেন গায়ক প্রমিত

ফের ভাইরাল রোবট গার্ল এমি জ্যাক্সনের ফটোশ্যুট

ওয়েব ডেস্কঃ বিদেশে ডেবিউ হলেও ভারতে এসে নাম কামিয়েছেন এমন অভিনেত্রীর সংখ্যা প্রচুর। ঠিক তেমনই একজন নায়িকা হলেন এমি জ্যাক্সন। তবে কিছুদিন আগেই মা হয়েছেন এমি। বিয়ের আগেই প্রেগন্যান্ট। ভারতীয় সংস্কৃতিতে সচরাচর দেখা যায়না। খুব সত্যি কথা বললে ইউরপিয়ান সংস্কৃতিতে মাঝে মধ্যেই দেখা যায়। যেমন ধরুন লিওনেল মেসির ক্ষেত্রে। বিয়ের আগেই দুই সন্তানের পিতা। পরে আন্তেলোন্নাকে বিয়ে করেন তিনি। তবে এবার ভারতেই দেখা গেল সেই দুর্লভ বিষয়টি। বিয়ের আগেই প্রেগন্যান্ট।