অভিনব শাড়িতে ফের ভাইরাল বঙ্গ ললনা স্বস্তিকা চট্টোপাধ্যায় এর ফটোশ্যুট
ফিল্ম ডেস্কঃ তাঁর মুখে কিছু আটকায় না। সমালোচনা করলে সাধারন মানুষকে সোজা উত্তরটা দিতে একবারও পিছু হননা। তিনি স্বস্তিকা চট্টোপাধ্যায়। ২০০১ সালে হেমন্তের পাখি দিয়ে সিনেমা জগতে পা রাখেন তিনি। এরপর “আবার ব্যোমকেশ”, “ব্যোমকেশ বক্সি”, “বাই বাই ব্যাংককের” মতো একের পর এক হিট ছবি দিয়েছেন। সিনেমা জগতে তিনি বেশ নাম করলেও ব্যাক্তিগত জীবনে অনেক টানাপড়েন। অনেক নতুন সম্পর্ক, তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে। মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করেন গায়ক প্রমিত