March 2020

হলি অভিনেত্রী ক্রিস্টেন অ্যান বেলের ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ  মার্কিন অর্থাৎ অ্যামেরিকার অভিনেতা বা অভিনেত্রীদের সংখ্যাটা নেহাত কম নয়। বিশেষ করে অভিনেত্রীদের তালিকা দেখলে। তবে বলুন তো কতজন অভিনেত্রী আছে যারা চিরজীবন একজন সঙ্গীর সাথে কাটাতে চায়? বা একজনই জীবনসঙ্গী। নামটা বলা বেশ চাপের ব্যাপার। ক্রিস্টেন অ্যান বেল একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। যাকে মনোগনিস্ট বলা হয়ে থাকে। যদিও তিনি নিজেই এই কথা জানিয়েছেন সারা বিশ্বকে। ২০০১ সালে, তিনি ব্রডওয়ে বেকি থ্যাচারে ছবিতে করে বেশ নাম করেন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলিউড গায়িকা টেইলর সুইফটের ফটোশ্যুট। দেখুন ছবি

নিউজ ডেস্কঃ হলিউডে কিছু গায়ক এবং গায়িকা রয়েছে যাদের ফ্যান ফলোয়ান্স গোটা বিশ্ব জুড়ে। টেইলর অ্যালিসন সুইফট। গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সঙ্গিত শিল্পী। যার একাধিক অ্যালবাম বিরাট বিরাট রেকর্ড স্পর্শ করেছে। তবে শুধু গান নয় পাশাপাশি একাধিক ছবিতে মিউসিক দেওয়া থেকে শুরু করে প্রযোজনা এবং অভিনয় করেছেন তিনি। তার প্রথম গান “টিম ম্যাকগ্র”। ২০০৮ এর নভেম্বরে টেইলর সুইফট তার দ্বিতীয় অ্যালবাম ফিয়ারলেস রিলিজ করে। ২০০৮ এর শেষে ফিয়ারলেসের এর বিক্রয়ের পরিমাণ

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন গেম অফ থ্রন্স অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক

নিউজ ডেস্কঃ গেম অফ থ্রন্স সিরিজটির একটি পার্ট দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আর সেই সিরিজের নাম মাথায় আসলে সবার আগে যে নামটি মাথায় আসে তাদের মধ্যে অন্যতম হল এমিলিয়া ইসাবেলা ইউফেমিয়া রোজ ক্লার্ক। শর্টে এমিলিয়া ক্লার্ক। এমিলিয়া লন্ডনে জন্ম গ্রহন করলেও বারক শায়ারে বেড়ে ওঠে। তিনি ২০০৯ সালে ড্রামা সেন্টার লন্ডন থেকে স্নাতক হন। পাশাপাশি পড়ার সময় তিনি ১০টি ভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেন। তার টেলিভিশনে অভিষেক হয়

হলি অভিনেত্রী মিলা কুনিসের ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ ধর্ম নিয়ে কথা বলে বেশ কিছু অভিনেত্রী ফ্রন্ট লাইনে এসেছিলেন। আবার কিছু অভিনেত্রী রাজনীতি করার জন্য বেশ সুপরিচিত। মিলেনা মারকোভনা “মিলা” কুনিস। যুক্তরাষ্ট্রের একজন হলিউড অভিনেত্রী। ১৯৯১ সালে সাত বছর বয়সে তিনি তৎকালীন সোভিয়েত শাসিত ইউক্রেন থেকে তার পরিবার সমেত দেশান্তরিত হয়ে লস আঞ্জেলেস চলে আসেন। শৈশবে পড়াশোনার পাশাপাশি অভিনয় শিক্ষার ক্লাসে অধ্যয়নের সময় চলচিত্র জগতের একজন প্রতিনিধি তার অভিনয় প্রতিভা আবিষ্কার করেন। তার বয়স ১৫ হওয়ার পূর্বেই

অভিনব ফটোশ্যুটে হলি অভিনেত্রী জুলিয়া রবার্টস

নিউজ ডেস্কঃ হলিউডে বেশ কিছু অভিনেতা, অভিনেত্রী আছেন যারা ভারতবর্ষের উপর প্রেম এবং শ্রদ্ধা দুই বিরাট। শুধুতাই নয় ভারতবর্ষের পাশাপাশি হিন্দু ধর্মের প্রতি তাদের ভক্তি প্রচুর। হিন্দু ধর্ম তিনি যে মেনে চলেন তা এক সাক্ষাৎকারে জানান। জুলিয়া রবার্টস। হলিউড অভিনেত্রী। শুধু অভিনেত্রী নয়, কিছু কিছু ছবিতে প্রযোজনার কাজও করেছেন। ১৯৯০ সালে রোমানটিক কমেডি চলচ্চিত্র প্রেটি ওমেন ছবিতে অভিনয়ের মাধমের জনপ্রিয়তা লাভ করেন। ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৪৬৪ মিলিয়ন ডলার ব্যবসা করেছিল।

হলি অভিনেত্রী জেনডায়ার ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ স্পাইডার ম্যান ছবিটি দেখেনি এমন বাচ্চা খুঁজে পাওয়া বেশ মুশকিল।  ছোটদের অন্যতম এক প্রিয় চরিত্র। ছবিতে একধিক চরিত্র বেশ প্রশংসা কুড়িয়েছিল এই ছবিতে অভিনয় করে। যেনদায়া মারে স্টোয়েরর্মার চোলেমান। বেশিরভাগ মানুষই তাঁকে যেনদায়া বলে চেনেন। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পযন্ত তিনি ডিজনি চ্যেনেলে এর কমেডি শো তে ধারাবাহিক শেইক ইট আপেরকি ব্লু চরিত্রে অভিনয় করতেন। শুধু অভিনয় নয়, এর পাশাপাশি একাধিক ছবিতে গলাও দিয়েছেন তিনি। তিনি বেশিরভাগ

অভিনব ফটোশ্যুট টাইটানিক অভিনেত্রী কেট উইন্সলেটের

নিউজ ডেস্কঃ টাইটানিক। ছবিটি দেখেনি এমন মানুষ বা ছবি প্রেমী মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল। কারন এই ছবি আট থেকে শুরু করে আশি সকলেরই প্রিয়। আর ছবি দুই চরিত্র। রোস এবং জ্যাকের অভিনয় মন কেরেছিল একাধিক মানুষের। তবে এই রোসের চরিত্রে অভিনয় করা কেট ইন্সলেটের জীবন আর বাকি পাঁচটা মানুষের মতো ছিলনা। কেট এলিজাবেথ উইন্সলেট অভিনয়ের পাশাপাশি বেশ ভালো গায়িকাও বটে। শুধু টাইটানিক ছবিতে অভিনয়ের জন্য নয় সেন্স অ্যান্ড সেন্সিটিবিলিটি,

সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন টোয়ালাইট খ্যাত অভিনেত্রী অ্যানা কেন্ড্রিক

নিউজ ডেস্কঃ টোয়ালাইট ছবির একাধিক সিরিজ বেশ জনপ্রিয়তা লাভ করেছিল একটা সময়। আর বিশেষ করে উল্ফ বা নেকড়ে প্রেমী মানুষের কাছে এক বিরাট পাওনা এই ছবি। বিশেষকরে এই ছবির প্রতিটি চরিত্র সিনে প্রেমী মানুষের কাছে বিরাটভাবে গ্রহনযোগ্যতা বাড়িয়েছিল। এই টোয়ালাইট সিরিজের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যানা কেন্ড্রিক। অভিনয়ের পাশাপাশি বেশ পরিচিত গায়িকা হিসাবেও। ২০০৯ সালে অ্যানা কেন্ড্রিক “আপ ইন দি ইয়ার” ছবিতে অভিনয়ের পর বেশ আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। এবং এই

অভিনব ফটোশ্যুট হলি অভিনেত্রী এমিলি ব্লান্টের। দেখুন ফটোগ্যালারি

নিউজ ডেস্কঃ হলিউডে বেশ কিছু অভিনেত্রী আছে যাদের গ্রহণযোগ্যতা বেড়েছে তাদের অভিনয়ের পাশাপাশি তাদের সৌন্দর্যের জন্য। এমিলি ব্লান্ট তাদের মধ্যেই একজন। এমিলি ওলিভিয়া লিয়াহ ব্লান্ট (এমিলি ব্লান্ট) নামে পরিচিত।এমিলি হলেন ব্রিটিশ-মার্কিন অভিনেত্রী। ব্লান্ট তার কর্মজীবন শুরু করেন ২০০১ সালে লন্ডনে দ্য রয়্যাল ফ্যামিলি  নাটকে অভিনয়ে দিয়ে। ২০০৩ সালে টেলিভিশন চলচ্চিত্র বৌডিকা(ওয়ারিয়র ক্যুইন) দিয়ে টেলিভিশনে অভিষেক হয়। ২০০৪ সালে “মাই সামার অফ লাভ” ছবিতে অভিনয়ের মাধ্যমে বেশ খ্যাতি অর্জন করেন। গিডিয়ন্স

হলি অভিনেত্রী সান্ড্রা আন্নেট বুলকের অভিনব ফটোশ্যুট

নিউজ ডেস্কঃ সান্ড্রা আন্নেট বুলক। ২০১০ এবং  ২০১৪ সালের হায়েস্ট পেড অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শুধু অভিনয় নয়, পাশাপাশি প্রযোজনা এবং একাধিক সোশ্যাল কাজ করে থাকেন তিনি। বুলক ১৯৮৭ সালের থ্রিলার হ্যাঙ্গেনের ছোট্ট ভূমিকায় অংশ নিয়ে অভিনয় শুরু করেন। এরপর ১৯৮৯  সালে বায়োনিক শো দ্য স দ্য সিক মিলিয়ন ডলার ম্যান অ্যান্ড দ্য বায়োনিক ওমেন এ অভিনয়ের মাধ্যমে টেলিভিশন যাত্রা করেন। তিনি দ্য ব্লাইন্ড সাইড এ লেই অ্যান তুইহি চরিত্র অভিনয়ের