হলি অভিনেত্রী ক্রিস্টেন অ্যান বেলের ফটোগ্যালারি
নিউজ ডেস্কঃ মার্কিন অর্থাৎ অ্যামেরিকার অভিনেতা বা অভিনেত্রীদের সংখ্যাটা নেহাত কম নয়। বিশেষ করে অভিনেত্রীদের তালিকা দেখলে। তবে বলুন তো কতজন অভিনেত্রী আছে যারা চিরজীবন একজন সঙ্গীর সাথে কাটাতে চায়? বা একজনই জীবনসঙ্গী। নামটা বলা বেশ চাপের ব্যাপার। ক্রিস্টেন অ্যান বেল একজন মার্কিন অভিনেত্রী ও গায়িকা। যাকে মনোগনিস্ট বলা হয়ে থাকে। যদিও তিনি নিজেই এই কথা জানিয়েছেন সারা বিশ্বকে। ২০০১ সালে, তিনি ব্রডওয়ে বেকি থ্যাচারে ছবিতে করে বেশ নাম করেন