February 5, 2020

ভারতের যেই ১০ অস্ত্রের ভয়ে কাঁপে গোটা পৃথিবী

নিউজ ডেস্কঃ ডিফেন্স ব্যবস্থাকে সুরক্ষিত করতে একের পর এক পদক্ষেপ গ্রহন করছে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ভারতীয় ডিফেন্স ব্যবস্থা এতোটাই সুরক্ষিত যে কেউ আঘাত করার আগে শতবার ভেবে থাকে।

গোটা মানুষকে দুভাগ করার পেছনের রহস্য কি? দেখুন ম্যাজিকের কিছু ভিডিও

নিউজ ডেস্কঃ গোটা মানুষকে কেটে দুভাগ করে দেওয়া হচ্ছ। পকেট থেকে জিবন্ত পায়রা বের করে ফেলছে। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে এটা আদৌ করা সম্ভব। আসলে জাদুর অপরনাম যে হাতের কায়দা তা অনেকেরই জানা।

সিংহের মুখোমুখি রয়্যাল বেঙ্গল টাইগার। চলল রোমহর্ষক যুদ্ধ। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বনের রাজা কে? বাঘ না সিংহ। সকলের মতে সিংহ হলেও বাঘ কিন্তু কোনও অংশে কম নয়। বিশেষ করে যদি কোনও সিংহ রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হয়।

আকাশ পথেই পরমাণু বোমা রুখে পাকিস্তান চীনের। ভারতের হাতে আছে এই অস্ত্র! দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ হটাৎ করে কোনও দেশের উপর যদি পরমাণু হামলা হয় কি হবে? কখনও ভেবে দেখেছেন? এমন টেকনোলোজি আগে জানা থাকলে হয়ত হিরোশিমা বা নাগাসাকি দেখতে হতনা। আকাশপথেই রুখে দেওয়া যাবে শত্রুপক্ষের মিসাইলকে।

জলের মধ্যেই কুমীরের চেপে ধরল সাপ। দেখুন রোমহর্ষক সেই যুদ্ধ

নিউজ ডেস্কঃ জলের রাজা কুমীর। কিন্তু সাপও কোনও অংশে কম যায়না। এই দুজনের মুখোমুখি যদি জলের মধ্যে হয়, কেউ কাউকে ছেড়ে কথা বলবেনা। তাও আবার যদি পাইথনের মতো সাপ হয়।