নিউজ ডেস্কঃ কথায় আছে অনেক নেতার ভয়তে নাকি একটা সময় বাঘে আর হরিনে এক ঘাটে জল খায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে ভালোবাসা দিয়ে তার থেকেও বেশি কিছু করা যেতে পারে। ঠিক এমনই এক পরিবার আছে যারা কুকুর, সিংহ এবং বাঘ একই সাথে পোষ মানিয়েছে। এবং তাদের খাওয়ানো থেকে স্নান করানো নিজে হাতেই করে এই পরিবারের সদস্যেরা।
Previous Post: সম্প্রতি রানি মুখার্জির এই ছবি গুলি দেখেছেন!