নিউজ ডেস্কঃ ডিফেন্সের দিক থেকে অ্যামেরিকা যেকোনো দেশের থেকে বেশ কয়েক কদম এগিয়ে। এবং যদি হিসাব করা যায় তো দেখা যাবে যে অ্যামেরিকার এক বছরের যা ডিফেন্স বাজেট তাতে বেশ কয়েকটা দেশের কয়ে বছরের টোটাল বাজেট। কোনওসময় যদি যুদ্ধ লাগে তাহলে সারা পৃথিবীর সাথে একা যুদ্ধ করার ক্ষমতা রাখে অ্যামেরিকা। তাই তাদের সাথে যুদ্ধ করা মানে নিজের ক্ষতি ডেকে আনা। ঠিক তেমনই তাদের যুদ্ধ জাহাজগুলি। জাহাজগুলি এতো উন্নত প্রযুক্তি এবং পাহাড়ের মধ্যে থাকে যে সেই যুদ্ধজাহাজ গুলি ডোবানো কোনদিনই সম্ভব নয়।