নতুন মোড়কে ৭০ এর দশকের গান “আজা পিয়া তোহে প্যার এ দু”
নিউজ ডেস্কঃ “আজা পিয়া তোহে প্যার এ দু” লাইনটি শুনলেই সবার আগে মাথায় আসে আর ডি বর্মণের কথা। অসাধারন এক কম্পসিশান। সত্যি ৭০ এবং ৮০ র দশকের কিছু গান কালজয়ী হয়ে রয়েগেছে। বাহারও কি সাপ্নে ছবির এই গান এখনও প্রচুর মানুষের হৃদয়ে রয়েগেছে। সেই গান ই এবার রিলিজ করল নতুন মোড়কে।