February 4, 2020

নতুন মোড়কে ৭০ এর দশকের গান "আজা পিয়া তোহে প্যার এ দু"

নিউজ ডেস্কঃ “আজা পিয়া তোহে প্যার এ দু” লাইনটি শুনলেই সবার আগে মাথায় আসে আর ডি বর্মণের কথা। অসাধারন এক কম্পসিশান। সত্যি ৭০ এবং ৮০ র দশকের কিছু গান কালজয়ী হয়ে রয়েগেছে। বাহারও কি সাপ্নে ছবির এই গান এখনও প্রচুর মানুষের হৃদয়ে রয়েগেছে। সেই গান ই এবার রিলিজ করল নতুন মোড়কে।

নাসার ক্যামেরায় একাধিক সময় ধরা পড়েছে পৃথিবীর বাইরের জীব? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বহির্বিশ্বে কি আছে? এই নিয়ে প্রশ্ন পৃথিবীর প্রচুর মানুষের। আদৌ কি তারা আছে? এই নিয়ে একাধিক সময় একাধিক সমীক্ষা বেরিয়ে এসেছে। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন যে সত্যি কি তা ক্যামেরায় ধরা পড়েছে?

পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছিল এই যুদ্ধবিমান। ভিডিও

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাটি উড়িয়ে খবরের শিরোনামে এসেছিল মিরাজ ২০০০। আর এই বিমানের জেরেই এর আগেও একাধিক সাফল্য পেয়েছে ভারত। এবার সেই যুদ্ধবিমান নিজেদের শক্তি প্রদর্শন করল।

চীনে রয়েছে প্রচুর হিন্দু মন্দির। কিভাবে প্রার্থনা করেন তারা? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ হিন্দু ধর্মের প্রচার পৃথিবী জুড়ে হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না বা খোঁজ রাখেন না যে আমাদের প্রতিবেশি দেশ চীনেও রয়েছে একাধিক হিন্দু মন্দির। সেখানে বিভিন্ন স্থানে গড়ে উঠছে মন্দির।

পৃথিবীর ভয়ংকর ১০ টি বন্দুকের গুলি। দেখুন তাদের ক্ষমতা

নিউজ ডেস্কঃ একটা সময় বিভিন্ন জীবজন্তুদের হাত থেকে বাঁচতে ব্যবহার করা হয়েছে একাধিক অস্ত্র। বিশেষ করে একাধিক মারনাত্মক অস্ত্র। তার মধ্যে একটি আবিস্কার হল গুলি। কিন্তু এই বন্দুকের গুলি এখন মানুষের কাছে এক অতিপ্রয়োজনীয় জিনিস হয়ে উঠেছে। কিন্তু পৃথিবীতে এমন কিছু গুলি আছে যা দেখলে সাধারন মানুষ চমকে উঠবে।

বাঘে এবং কুকুর বন্ধু! একসাথে খেলা করছে। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ পৃথিবীতে সর্ব প্রথম পোষ মেনে ছিল কুকুর। কিন্তু বাঘকে পোষ মানানো নাকি যায়না খুবই হিংস্র প্রাণী বাঘ, এমনটাই শোনা যায়। তবে সেই বাঘকে পোষ মানিয়ে কুকুরের সাথে খেলতে দেখাগেল।

আরও এক ভয়ংকর হ্যালিকপ্টার এল অ্যামেরিকা হাতে। কি আছে এতে? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ সময়ের সাথে পাল্লা দিয়ে একের পর এক নতুন প্লেন এবং হ্যালিকপ্টার তৈরি করে চলেছে অ্যামেরিকা। তবে এখন অ্যাভিয়েশানের দিকে বিশেষ নজর দিয়ে বানানো হচ্ছে একাধিক পপ্লেন এবং হ্যালিকপ্টার। ঠিক তেমনই এক হ্যালিকপ্টার আসল s-97 raider।

অ্যামেরিকার যুদ্ধজাহাজ গুলি  ডোবানো বা যুদ্ধে হারানো সম্ভব নয় কেন?

নিউজ ডেস্কঃ ডিফেন্সের দিক থেকে অ্যামেরিকা যেকোনো দেশের থেকে বেশ কয়েক কদম এগিয়ে। এবং যদি হিসাব করা যায় তো দেখা যাবে যে অ্যামেরিকার এক বছরের যা ডিফেন্স বাজেট তাতে বেশ কয়েকটা দেশের কয়ে বছরের টোটাল বাজেট। কোনওসময় যদি যুদ্ধ লাগে তাহলে সারা পৃথিবীর সাথে একা যুদ্ধ করার ক্ষমতা রাখে অ্যামেরিকা। তাই তাদের সাথে যুদ্ধ করা মানে নিজের ক্ষতি ডেকে আনা। ঠিক তেমনই তাদের যুদ্ধ জাহাজগুলি। জাহাজগুলি এতো উন্নত প্রযুক্তি এবং

একই সাথে থাকে বাঘ, সিংহ এবং কুকুরকে নিয়ে খেলা। দেখুন এক অদ্ভুত পরিবারের ভিডিও

নিউজ ডেস্কঃ কথায় আছে অনেক নেতার ভয়তে নাকি একটা সময় বাঘে আর হরিনে এক ঘাটে জল খায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে ভালোবাসা দিয়ে তার থেকেও বেশি কিছু করা যেতে পারে। ঠিক এমনই এক পরিবার আছে যারা কুকুর, সিংহ এবং বাঘ একই সাথে পোষ মানিয়েছে। এবং তাদের খাওয়ানো থেকে স্নান করানো নিজে হাতেই করে এই পরিবারের সদস্যেরা।

সম্প্রতি রানি মুখার্জির এই ছবি গুলি দেখেছেন!

নিউজ ডেস্কঃ রানী মুখার্জী হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি২০০০-এর দশকের বলিউডের অন্যতম জনপ্রিয় ও সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহীতা অভিনেত্রী ছিলেন। (ফটোগ্যালারি একদম নীচে) মুখার্জি-সমর্থ পরিবারে জন্মগ্রহণ করলেও, যেখানে তার বাবা এবং আত্মীয়রা ভারতীয় চলচ্চিত্র শিল্পের সদস্য ছিলেন; সেখানে তিনি জীবিকা হিসেবে চলচ্চিত্রকে বেছে নেয়ার বিষয়ে উচ্চাভিলাষী ছিলেন না। যদিও, ছেলেবেলায়ই তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল (১৯৯৬) চলচ্চিত্রে সহ-চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এবং পরবর্তীতে তার মায়ের সনির্বন্ধ অনুরোধে রাজা কি আয়েগি বারাত (১৯৯৭)