ভারতীয় সেনার যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ চীন সেনার যুদ্ধবিমান! দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনার যুদ্ধবিমানের থেকে চীনের যুদ্ধবিমানের সংখ্যা অনেকটাই বেশি। পাশাপাশি বায়ু সেনার সংখ্যাও বেশি চীনের। আর কি কি জিনিসে এগিয়ে বা পিছিয়ে রয়েছে চীন?
নিউজ ডেস্কঃ ভারতীয় সেনার যুদ্ধবিমানের থেকে চীনের যুদ্ধবিমানের সংখ্যা অনেকটাই বেশি। পাশাপাশি বায়ু সেনার সংখ্যাও বেশি চীনের। আর কি কি জিনিসে এগিয়ে বা পিছিয়ে রয়েছে চীন?
নিউজ ডেস্কঃ মাঠের ভিতরে তারাই শেষ কথা। তাদের আক্রমনে প্রতিপক্ষের ঘুম উড়ে যায়। কিন্তু তাদের কখনও মজা করতে দেখেছেন?
নিউজ ডেস্কঃ সিংহ পোষ মানলেও একাধিক সময় তা মানুষের কাছে প্রাণঘাতী হতে পারে। ঠিক এমনই এক ঘটনা ঘটল লাসভেগাসের কাছে। এক সার্কাসের মধ্যেই আক্রমণ করে বসল তার মাস্টারকে।
নিউজ ডেস্কঃ বনের রাজা সিংহ। কিন্তু সাপের ভয়ে ত্রস্ত থাকত এইসব জন্তু জানোয়ারেরাও একটা সময়। সেটা অনেকেরই অজানা।
নিউজ ডেস্কঃ ভারতের হাতে এই মুহূর্তে ৪.৫ জেনারেশানের প্লেন রয়েছে। এখনও পর্যন্ত ৫ম প্রজন্মের প্লেন হাতে এসে পৌঁছায়নি। এদিক ওদিক কিছু না হলে ২০২৫ এর মধ্যে ভারতের নিজের তৈরি বিমানই ব্যবহার করতে ভারতীয় বায়ু সেনা। কিন্তু এই মুহূর্তে কোন কোন দেশের হাতে রয়েছে এই পঞ্চম প্রজন্মের বিমান?
ওয়েব ডেস্কঃ বিদ্যা বালান একজন ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম এবং হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র কর্মজীবনের শুরুতে একাধিক ব্যর্থতার পর, বিদ্যা আনুমানিক ষোলটি টেলিভিশন বিজ্ঞাপনে এবং ইউফোরিয়া ও সুভা মুদ্গলের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে উপস্থিত হয়েছিলেন; যার অধিকাংশই পরিচালনা করেন প্রদীপ সরকার। ২০০৩ সালে তিনি গৌতম হালদার পরিচালিত “ভাল থেকো” বাংলা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। এটি ছিল তার অভিনীত প্রথম