নিউজ ডেস্কঃ শীতকাল থেকে বসন্তকাল। একাধিক রং এর সাজপোশাক পরে মানুষে বের হওয়ার সময়। সোজা কথা বলতে গেলে সময়টা ঠিক প্রেমের সময়। আর এই সময়তেই একাধিক ফ্যাশানেবেল জামাকাপড় পড়তে দেখা যায় মানুষ জনকে। আর ফ্যাশানের কথা মনে পড়লে একাধিক ফ্যাশান ট্যুর এর কথা মাথায় আসে।
ব্লেণ্ডার্স প্রাইড ফ্যাশান ট্যুর। ১৫ তম ফ্যাশান ট্যুর তারা এবার শুরু করল কলকাতা থেকে। একাধিক সেলিব্রেটি ডিসাইনার থেকে শুরু করে একাধিক বলি তারকা উপস্থিত ছিলেন এই ফ্যাশান ট্যুর এ।
বাজিরাও মাস্তানির ফ্যাশান ডিসাইনার আঞ্জু মোদী থেকে শুরু করে স্ট্যাঞ্জিলো পালমো, এফ ডি সি আর এর চেয়ার পারসান সুনিল শেট্টি। এছাড়াও ছিলেন অনুশকা খান্না। শো স্টপার ছিলেন অর্জুন কাপুর এবং জানভি কাপুর এর মতো বলি তারকা। কলকাতা শহরে এসে বেশ খুশী একাধিক ডিসাইনাররা। কারন কলকাতায় হাতে তৈরি জামাকাপড় থেকে শুরু করে একাধিক হ্যান্ড ক্র্যাফট জিনিস এর বিরাট সম্ভার থাকায়। এছাড়াও কলকাতায় এসে বেশ খুশী ছিলেন জানভি এবং অর্জুন।