January 24, 2020

স্নানাঘর সোনায় বাঁধানো। বিমানের গতি পেছনে ফেলতে পারে অ্যামেরিকাকে। পুতিনের লাইফস্টাইল

নিউজ ডেস্কঃ পৃথিবীতে ক্ষমতাধর রাষ্ট্রের মধ্যে প্রথমেই যেসব দেশের নাম মাথায় আসে তার মধ্যে রয়েছে রাশিয়ার নাম। শুধুতাই নয় এই দেশের সাথেই রয়েছে অ্যামেরিকার সংঘাত। তবে অ্যামেরিকার সাথে টেক্কা দিতে তারা যে কোন অংশে কম নয় তাও বুঝিয়েছে একাধিকবার। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে অ্যামেরিকার প্রেসিডেন্ট ট্র্যাম্প এর থেকেও ভাল জীবনযাত্রা তা অনেকেই জানেন। শুধুতাই নয় তাঁর বিলাসিতায় মুগ্ধ হয় একাধিক দেশের রাষ্ট্র নায়কেরাও।

কিভাবে পাবেন সুন্দরী গার্লফ্রেন্ড পাওয়ার? মেয়েরাই উত্তর দিল। দেখুন ভিডিও

ওয়েব ডেস্কঃ আজকাল কার যুগে গার্লফ্রেন্ড বানানো একটা শখ বা পেশা হয়েগেছে কিছু মানুষের কাছে। কারন আজ প্রচুর ছেলে মেয়েরা একাধিক সঙ্গী নিয়ে ঘুরতে ভালবাসে। তারা চায় তাদের একাধিক সঙ্গী থাকুক। কিন্তু প্রচুর ছেলেরা চায় সুন্দরী গার্লফ্রেন্ড বানাতে। অনেকেই এই টিপস জানেন। কিন্তু অনেকের কাছেই অজানা। তবে সুন্দরী মেয়েরা কিভাবে? তাদের কেরকম বয়ফ্রেন্ড পছন্দ।