নিউজ ডেস্কঃ কিছু স্থান আছে যেখানে রানওয়ে করা সম্ভব নয়। অথচ শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে সেই স্থানে থাকতেই হবে। শুধুতাই নয় প্রচুর মাত্রায় অস্ত্র সম্ভার করে রাখা দরকার। সেসব স্থানে হ্যালিকপ্টার গেলেও ফাইটার প্লেনের খুবই দরকার। এমনই কিছু প্লেন আছে যা উড়তে কোনও রানওয়ের প্রয়োজন হয়না।
Previous Post: নিজের যৌবন ধরে রাখতে রক্ত দিয়ে স্নান করতেন!