January 23, 2020

ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হলে কতোটা ক্ষতি হতে পারে?পরমাণু বোমা ধ্বংসের দৃশ্য

নিউজ ডেস্কঃ হিরোশিমা এবং নাগাসাকিতে দুটি পরমাণু বোমা নিক্ষেপের পর কি অবস্থা হয়েছিল তা দেখেছে গোটা বিশ্ব। শুধুতাই নয় দুটো শহর পুরোপুরি ধ্বংসের পাশাপাশি একটা জনজাতি শেষ হয়ে গিয়েছিল।

দেশের সৈন্যদের চাঙ্গা করতে বিশেষ ওষুধের ব্যবহার করেছিলেন হিটলার। কি ছিল সেই ওষুধ ?

নিউজ ডেস্কঃ নিজের দেশের সৈন্যদের চাঙ্গা রাখতে ইয়াবা আবিস্কার করেছিলেন হিটলার। যদিও পরে এই ওষুধ সেবন নেশায় পরিনত হয়। কিন্তু এই আবিষ্কারের ফলে বেশ হতবাক হয়েছিলেন কিছু মানুষ।

যে প্লেন উড়তে রানওয়েই লাগেনা। অ্যামেরিকার যেই প্লেনের ভয়ে কাঁপে ইরান। ভিডিও

নিউজ ডেস্কঃ কিছু স্থান আছে যেখানে রানওয়ে করা সম্ভব নয়। অথচ শত্রুপক্ষের হাত থেকে বাঁচতে সেই স্থানে থাকতেই হবে। শুধুতাই নয় প্রচুর মাত্রায় অস্ত্র সম্ভার করে রাখা দরকার। সেসব স্থানে হ্যালিকপ্টার গেলেও ফাইটার প্লেনের খুবই দরকার। এমনই কিছু প্লেন আছে যা উড়তে কোনও রানওয়ের প্রয়োজন হয়না।

নিজের যৌবন ধরে রাখতে রক্ত দিয়ে স্নান করতেন!

নিউজ ডেস্কঃ অমর হতে কে না চায় বলুন তো? আসলে পৃথিবীর এবং নিজের জীবনের মায়া কেউ ত্যাগ করতে পারেনা। ঠিক এই মায়া এবং কিছু মানুষের লালসার কারনে তারা অমর হতে চেয়েছিল। আর সেই কারনে তারা একাধিক বাজে নীতি অবলম্বন করতে হয়েছিল। আর সেই কারনে তাদের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞানের কাছেও উত্তর নেই। অলৌকিক কিছু! কৈলাসে পর্বতে ওঠা সম্ভব নয় কেন? রইল ভিডিও

নিউজ ডেস্কঃ এভারেস্টের উচ্চতায় উঠেছে মানুষ। করেছে এভারেস্ট জয়। কিন্তু এখনও পর্যন্ত কৈলাস জয় করতে কেউ সম্ভব হয়নি। কিন্তু কেন? এর পেছনের কারন কি? কোনও অলৌকিক ঘটনা নাকি প্রকৃতির পরিহাস।