নিউজ ডেস্কঃ মানুষের হাতে অর্থ আসার পর জীবনে বিলাসিতা আসে। আর সেই কারনে নিজের বিলাসিতার জন্য কোমট পর্যন্ত সোনার তৈরি করেছে এমন মানুষ আছে। একাধিক বিলাসবহুল গাড়ির কথা অনেকেই জানেন। কিন্তু নিজের বিলাসিতার জন্য যে হ্যালিকপ্টার এর পেছনেও প্রচুর অর্থ খরচ করতে পারেন তা অনেকেরই অজানা।