নিউজ ডেস্কঃ পৃথিবীর যেকোনো দেশ নিজেদের ডিফেন্স সিস্টেমকে সুরক্ষিত করতে আকাশ সীমাকে বিরাট ভাবে গুরুত্ত্ব দিয়ে থাকে। আর সেই কারনে একাধিক যুদ্ধবিমান বানাচ্ছে একাধিক দেশ। ঠিক তেমনই এক যুদ্ধ বিমান হল মিগ-৩৫, যার ভয়ে ত্রস্ত হয়ে থাকে গোটা বিশ্ব।
Previous Post: পৃথিবীর ১০ টি ভয়ংকর অস্ত্র। কত নম্বর স্থানে ভারত?