অভিনন্দন চালিত ভারতীয় যুদ্ধবিমানের বিধ্বংসী রুপ। ভিডিও
নিউজ ডেস্কঃ মিগ ২১ থেকে শুরু করে একাধিক যুদ্ধবিমান গুলির আক্রমনে একাধিকবার ভয় কেঁপেছে শত্রুপক্ষ। সেই যুদ্ধবিমানকে এবার দেখা গেল আক্রমণ করার স্টাইল।
নিউজ ডেস্কঃ মিগ ২১ থেকে শুরু করে একাধিক যুদ্ধবিমান গুলির আক্রমনে একাধিকবার ভয় কেঁপেছে শত্রুপক্ষ। সেই যুদ্ধবিমানকে এবার দেখা গেল আক্রমণ করার স্টাইল।
নিউজ ডেস্কঃ পাখিদের উপর অনেক রিসার্চ করেই একাধিক যুদ্ধ বিমান তৈরি করা হয়েছে। বিশেষ করে স্টেলথ ফাইটার গুলি। ঠিক তেমনই এক ফাইটার জেট হল f-35। পৃথিবীর সবচেয়ে দামি প্লেন গুলির মধ্যে অন্যতম। সেই ফাইটার জেটটি উড়তে গিয়ে একাধিক বাঁধার সম্মুখীন হল।
নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে শক্তিশালী বিমান এফ ২২ র্যাপ্টর। এমনই এক বিমান যার সাথে টক্কর দিয়ে পেরে উঠবে এমন বিমান তৈরি হয়নি। কিন্তু সেই বিমান অ্যামেরিকা বিক্রি করবেনা বলে জানিয়ে দিয়েছে। কিন্তু কেন? কি এমন টেকনোলোজি আছে এই বিমানে?
নিউজ ডেস্কঃ পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে যুদ্ধবিমান পৌঁছানো সম্ভব নয়। কারন রানওয়ে তৈরি করা সম্ভব নয়। সেখানে পৌঁছাতে গেলে একমাত্র হ্যালিকপ্টার ভরসা। কিন্তু শত্রু পক্ষের আক্রমণ করার জন্য অনেক সময় সবরকম হ্যালিকপ্টার নিয়ে যাওয়া সম্ভব নয়। এমন কিছু হায়লিকপ্টার আছে যার ভয়ে ত্রস্ত হয়ে থাকে গোটা বিশ্ব।