January 16, 2020

ভারতের যেসব হ্যালিকপ্টারের জন্য ঘুম উড়েছে পাকিস্তান, চীনের

নিউজ ডেস্কঃ হেলিকপ্টার। যেখানে ফাইটার যেত নিয়ে যাওয়া সম্ভব নয় সেখানে সহজে হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়। যেমন ভারতবর্ষের সিয়াচেন। এখানে হেলিকপ্টার নিয়েই দেশের সৈন্যদের খাওয়ার থেকে শুরু করে একাধিক সরঞ্জাম পৌঁছে দেয় ভারতীয় সেনারা। ঠিক এরকমই কিছু হেলিকপ্টার রয়েছে যার জন্য ঘুম উড়েছে একাধিক শত্রুদেশের।

শ্যুটের ছুতোয় একাধিক স্থানে হাত টলি তারকা পায়েলকে। ভাইরাল ভিডিও

নিউজ ডেস্কঃ টলি তারকা পায়েল সরকার। শ্যুটিং করতে গিয়ে একাধিক টেক নিতে হয় ভাইজান এলোরে ছবির এক দৃশ্যের জন্য। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল হয়ে যায়।

হায়নার পেট কোনোদিন ভরেনা। হায়নাকেই ছিরে খেল সিংহ

নিউজ ডেস্কঃ হায়না। বন্য জীবজন্তুর মধ্যে সবথেকে ভয়ানক পশু। কথায় আছে সবার পেট ভরলেও হায়নার পেট ভরেনা। আর সেই হায়নাই কবলে পড়ল একাধিক সিংহের।

নিষিদ্ধ এই দ্বিপে নগ্ন হয়েই ঘুরে বেড়ায় সকলে। দেখুন ভিডিও

ওয়েব ডেস্কঃ সেন্টিলা দ্বীপ। এমন এক দ্বীপ যে মোবাইল ইন্টারনেটের যুগে এখন মানুষ প্রাগৈতিহাসিক যুগের মতো জামাকাপড় ছাড়াই ঘুরে বেড়ায়। শুধুতাই নয় ইংরেজরা ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে নিজেদের শাসন চালানোর চেষ্টা করলেও এখানে তারা করতে পারেনি। দুর্বলতা বলতে এখানকার মানুষের রোগপ্রতিরোধ ক্ষমতা নাকি কম। এখনও আন্দামানে বেঁচে আছে এই প্রজাতির মানুষ।