যৌনতার জন্য ছেলে দরকার ইউরোপের এইসব দেশে sumit 14th January 2020 0 ওয়েব ডেস্কঃ মাল্টা। ইউরোপের এক উন্নত দেশ। আরব থেকে শুরু করে ব্রিটিশরা একটা সময় রাজত্ব চালিয়েছে এখানে। উন্নত এই দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি। শুধুতাই নয় এখানে গর্ভপাত করা আইনত নিষিদ্ধ।