January 14, 2020

ক্যাটরিনা, দীপিকার স্নানের ভিডিও ভাইরাল

ওয়েব ডেস্কঃ ছবি করার ক্ষেত্রে একাধিক সময় অভিনেত্রীদের স্নানের দৃশ্য দেখাতে হয়েছে বিভিন্ন পরিচালকদের। বলি অভিনেত্রীদের এই স্নানের দৃশ্যই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ক্যাটরিনা থেকে শুরু করে উর্বশী রাউতেলাকে দেখা গেছে এই ধরনের ভিডিওতে।

বোল্ড ফটোশ্যুট কারিনা কাপুর খানের। ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্কঃ কারিনা কাপুর খান। বলিউডের অন্যতম সেরা নায়িকাদের তালিকায় যার নাম শোনা যায়। যদিও এক সন্তান হওয়ার পর সেভাবে ছবি করছেন না তিনি। তবে মাঝে মধ্যেই ফটোশ্যুট করেন এই বলি ডিভা। এবং সেসব ছবি ইন্সটাগ্রামে শেয়ার করে থাকেন ও বটে।

নিপিলস দেখালেই বাংলা মদের সাথে ঘি খেতে রাজি। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বাংলা মদের সাথে ঘি। কম্বিনেশানটা সাধারণত শোনা যায়না। তবে এমনই এক অফার করা হয়েছিল কলকাতার কিছু ছেলেমেয়েকে। একাধিকজন খেতে রাজি আছে। তবে তার জন্য কিছু করতে হবে।

বেড রুমে হট ফটোশ্যুটে মাতলেন প্রিয়াঙ্কা চোপড়া। মুহূর্তে ভাইরাল ভিডিও

নিউজ ডেস্কঃ প্রিয়াঙ্কা চোপড়া জনাস। বলিউড এবং হলিউডকে একসুত্রে বেঁধে দিয়েছেন এই অভিনেত্রী। তাঁর অভিনয় নজর কেড়েছে গোটা বিশ্ববাসির। এবার তাঁর হট ভিডিও শ্যুট নজর কাড়ল গোটা বিশ্বের।

যৌনতার জন্য ছেলে দরকার ইউরোপের এইসব দেশে

ওয়েব ডেস্কঃ মাল্টা। ইউরোপের এক উন্নত দেশ। আরব থেকে শুরু করে ব্রিটিশরা একটা সময় রাজত্ব চালিয়েছে এখানে। উন্নত এই দেশে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা যথেষ্ট বেশি। শুধুতাই নয় এখানে গর্ভপাত করা আইনত নিষিদ্ধ।

পাকিস্তানের ইসলামাবাদের আকাশে দাদাগিরি করেছিল ভারতীয় এই যুদ্ধবিমান

ওয়েব ডেস্কঃ পাকিস্তানের সীমানায় ঢুঁকে পাকিস্তানের মনে ভীতি ধরিয়েছিল। সেই সময় পাকিস্তানের কাছে এমন ধারালো অস্ত্র ছিলনা যে পাকিস্তান তার বিরুদ্ধে কোনওরকম কোনকিছু করতে পারবে। মিগ-২৫। ফক্সব্যাট নামেও পরিচিত এই বিমান এতো গতিবেগে এবং এতোই উঁচুতে উড়তে পারত যে, সেই সময় পাকিস্তানের কাছে এমন কোনও অস্ত্র ছিলনা যে তা দিয়ে নামাবে এই বিমান।

মেসির দেশ আর্জেন্টিনাতে হিন্দু সংস্কৃতি মেনে একাধিক নাচ। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ সারা বিশ্বের মানুষের কাছে এক শান্তি প্রিয় ধর্ম হল হিন্দু ধর্ম। আর এই হিন্দু ধর্মের রীতিনীতি মানতে আগ্রহী অনেক দেশই। এবং অনেক দেশের মানুষ ভারতীয় সংস্কৃতি নিয়ে জানতে সর্বদাই ইচ্ছুক। ভারতের সংস্কৃতি নিয়ে এখন চর্চা চলছে মেসির দেশে। সেখানে একাধিক ফেস্টিভ্যালে এখন ভারতীয় সংস্কৃতি নিয়ে চর্চা করতে দেখা যাচ্ছে।

পার্লামেন্টের ভেতরে শুরু হল ধুন্ধুমার মারপিট। ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্কঃ পার্লামেন্টের অধিবেশন চলাকালীন চলল ধুন্দুমার এক কাণ্ড। মার খেলেন একাধিক এম পি। শুধুতাই নয় পার্লামেন্টের অধিবেশন বন্ধ করাতেও থামেনি এই কাণ্ড। ঘটনাটি ঘটে উগান্ডায়।

মাঠের মধ্যেই মহিলাদের গোপন স্থানে হাত দিচ্ছেন কোচ। তারপর দেখুন ভিডিও

স্পোর্টস ডেস্কঃ ফুটবল হল পৃথিবীর সব থেকে জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম। যেখানে মজা থেকে শুরু করে মারপিট সবটাই চোখে পরে। যেখানে প্রতিপক্ষ দলের প্লেয়ার সাথে লড়াইতে জড়াতে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটেছে। এটাই ফুটবল। আর সেই ফুটবলের ময়দানে কোচেদের অভদ্রতামি চাক্ষুষ করেছেন অনেকেই।

নগ্ন নারী দেহে রং এর খেলা। দেখলে অবাক হবেন। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ কারুকার্য বা ধরুন শিল্পকলা এমন এক বিষয় যা প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান দিনে ক্রমবর্ধমান চাহিদা। এবং যে চাহিদা কোনোদিন কমেনি। শুধুতাই নয় পদ্ধতি বেড়েছে। একাধিক দেশে এই নিয়ে চলছে একাধিক ইন্ডাস্ট্রিও। ঠিক যেমন হয়ে থাকে রাশিয়াতে।