“কাল্বেলিয়া” ফোক নাচে দেখাগেল জনপ্রিয় তারকা গুলাবো সাপেরাকে

"কাল্বেলিয়া" ফোক নাচে দেখাগেল জনপ্রিয় তারকা গুলাবো সাপেরাকে

নিউজ ডেস্কঃ রাজস্থান। স্থানটির নাম শুনলেই সবার আগে মাথায় আসে রাজ রাজাদের কথা। শুধু তাই নয় একাধিক কারুকার্য থেকে শুরু করে একাধিক রাজ রাজাদের মহল। কিন্তু কখনও ভেবে দেখেছেন সেখানকার বসবাসকারী সম্প্রদায়ের কথা। আসলে সেখানে বসবাসকারী মানুষের কথা লোকে জানেই না।

সাপেরা সম্প্রদায়। রাজস্থানের বসবাসকারী এই সম্প্রদায়ের অন্যতম মুখ হল গুলাবো সাপেরা। একটা সময় এই সাপেরা সম্প্রদায়কে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল। এখন আর তা সহ্য করতে হয়না। এখন এই গুলাবো সাপেরার জন্য ভারতবর্ষের মানুষের মুখ উজ্জ্বল হয়েছে গোটা পৃথিবীতে। রাজস্থানের কাল্বেলিয়া ফোক নাচের জন্য বেশ জনপ্রিয় তিনি। আর এই সাপেরার পৃথিবীর আলো দেখার আগেই তাঁকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল। তবে ভাগ্য বা ঈশ্বর বলতে একটা জিনিস আছে। তাই হয়ত তাঁর সাথ দিয়েছিল।

আজ সাপেরা সম্প্রদায়ের মুখ উজ্জ্বল নয় একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০১৬ সালে তিনি বেসামরিক পুরষ্কার “পদ্মশ্রী” পুরস্কারে ভূষিত হন।

“সূর ও শ্বাস” এক অনুষ্ঠানে এই সাপেরাকে দেখা গেল কলকাতার এক অনুষ্ঠানে। প্রায় এক ঘণ্টার উপর এক পারফরম্যান্সে দেখা যায় তাঁকে। প্রভা খৈতান এবং ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার এর তত্ত্বাবধানে এই অনুষ্ঠানে এই কাল্বেলিয়া নাচের উপস্থাপনা করেছিলেন গুলাবো এবং তাঁর সঙ্গিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *