January 10, 2020

"কাল্বেলিয়া" ফোক নাচে দেখাগেল জনপ্রিয় তারকা গুলাবো সাপেরাকে

নিউজ ডেস্কঃ রাজস্থান। স্থানটির নাম শুনলেই সবার আগে মাথায় আসে রাজ রাজাদের কথা। শুধু তাই নয় একাধিক কারুকার্য থেকে শুরু করে একাধিক রাজ রাজাদের মহল। কিন্তু কখনও ভেবে দেখেছেন সেখানকার বসবাসকারী সম্প্রদায়ের কথা। আসলে সেখানে বসবাসকারী মানুষের কথা লোকে জানেই না। সাপেরা সম্প্রদায়। রাজস্থানের বসবাসকারী এই সম্প্রদায়ের অন্যতম মুখ হল গুলাবো সাপেরা। একটা সময় এই সাপেরা সম্প্রদায়কে অকথ্য অত্যাচার সহ্য করতে হয়েছিল। এখন আর তা সহ্য করতে হয়না। এখন এই

লঞ্চ করল ব্রহ্মা জানেন, গোপণ কম্মটি'র প্রথম গানের টিজার

সোহিনী সরকারঃ উইনডোজ প্রোডাকশনের ‘ব্রহ্মা জানেন, গোপণ কম্মটি’র ফার্স্টা লুক পোস্টারে ঋতাভরী দশভূজার বেশে ধরা দিয়েছিলেন।এমন লুক নিয়ে সিনেমাপ্রেমীদের মনে ইতিমধ্যে দানা বেঁধেছে নানান প্রশ্ন। ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র পোস্টার কি নারীদের প্রতি সমাজের দ্বিচারিতার বিরুদ্ধেই সরব হয়েছে এমন প্রশ্ন ও সিনেমাপ্রেমীদের মনে জেগেছে ছবির পোস্টার দেখে। তবে নবাগত পরিচালক অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমা  যে বেশ ভিন্নধর্মী হতে  চলেছে তা বলা বাহুল্য। তবে আপাতত দর্শকদের জন্য সুখবর হল উইন্ডোজ

আকাশপথেই যুদ্ধ চলল ঈগল বনাম সাপের। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি

নিউজ ডেস্কঃ সাপ এবং ঈগলের যে শত্রুতা তা কমবেশি অনেকেই এ নিয়ে পড়েছে। সাপ দেখলে কোনও মতে ছাড়তে চায় না ঈগল। আর সেই সাপ ধরে নিয়ে আকাশপথেই চলল যুদ্ধ।

হয় আমায় চুম্বন করুন বা থাপ্পড় মারুন। তারপর! দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ এটি একটি প্র্যাঙ্ক ভিডিও। ছেলেটি মেয়েদের কাছে গিয়ে বললেন কিস মি অর স্ল্যাপ মি। তারপর কি হল? কতজনই বা চুম্বন করলেন!

নিক প্রিয়াঙ্কার বিয়েতে কতোটা মদ্যপ ছিলেন বলিউডের এই তারকারা! দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ নিক-প্রয়াঙ্কা। হলিউড-বলিউড। এখন এই দুটি শব্দই পাশাপাশি সমর্থক হয়েগেছে প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের পর। সেই প্রিয়াঙ্কা চোপড়ার বিয়েতে নিমন্ত্রিত ছিলেন একাধিক বলিউড তারকারা।

মদ্যপ সঞ্জয় দত্ত। কিরকম ব্যবহার করলেন? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ সঞ্জয় দত্ত। বলিউডের সাঞ্জু বাবা। ৯০ এর দশকের অন্যতম সেরা হিরো। প্রচুর সমর্থক। আর এই সমর্থকদের চাহিদা পুরন করতে একাধিক সময় নিজেই উপস্থিত হয়ে যান অতিব সাধারন জায়গায়।

চুম্বন করতে করতেই স্বামীর কোলে প্রান হারালেন স্ত্রী! দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ বিয়ে নিয়ে একাধিক ভিডিও একাধিক সময় নজরে এসেছে মানুষের। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে বিয়ের সময়ই যদি কিছু অবান্তর ঘটনা ঘটে তখন কি করবেন।

শীতে ঘুরতে যাবেন! একদম যাবেন না এই ভয়ংকর জায়গা গুলি। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ শীতকাল মানেই ঘুরতে যাওয়ার জন্য মন কেমন করে। বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে একটা সেরা সময় হল শীতকাল । কিন্তু কখনও ভেবে দেখেছেন যেখানে গেলে আপনি আনন্দ পাবেন কিন্তু থাকতে পারে প্রানের ঝুঁকিও।

ফটোশ্যুট করতে গিয়ে একের পর এক কাপড় খুললেন এই বলি ডিভা

নিউজ ডেস্কঃ পুনাম পাণ্ডে। বলিউডে এক সমালোচনামূলক নাম। কোনও না কোনও কারনে তিনি হেড লাইনে থাকেনই। বিশেষ করে ড্রেস বিতর্কে। কোনওসময় সকলের পোল ড্যান্স করে আবার কোনও সময় সকলের সামনে ড্রেস খুলে।