নিউজ ডেস্কঃ সুজিত মণ্ডলের পরিচালিত আসন্ন ছবিতে নবাগত জুটি বাধলেন যশ দাশগুপ্ত এবং প্রিয়াঙ্কা সরকার। সোশ্যাল মিডিয়ায় ছবিটির প্রথম দৃশ্য আসতেই এই নবাগত জুটিকে নিয়ে উদগ্রীব হয়ে ওঠেন ভক্তরা।
অর্জুন ওরফে যশ এবং হিয়া ওরফে প্রিয়াঙ্কার প্রেম কাহিনী নিয়ে তৈরি এই ছবিটি। প্রেম এবং বিশ্বাস কিভাবে দুটি সম্পূর্ণ ভিন্ন মানুষদের মধ্যে অটুট সম্পর্ক তৈরি করতে পারে তাই দেখা যাবে এই ছবিটিতে। অর্জুন প্রথম দেখাতেই ঠিক করে নেয় হিয়ার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক চিরন্তন। প্রথম দেখায় প্রেম হলেও এক নির্মম ঘটনায় বিচ্ছিন্ন করে দেয় দুজনকে। কিন্তু ধীরে ধীরে অর্জুনের প্রেমই সুস্থ করে তোলে অর্জুনকে।