নিউজ ডেস্কঃ প্লেন আবিষ্কারের পর মানুষের যাতায়াত ব্যবস্থার এক বিরাট উন্নতি হয়েছে। কিন্তু বিরাট পণ্যবাহী বা প্রচুর পরিমানে জিনিস বা অতিরিক্ত কিছু নিয়ে যাওয়ার জন্য জাহাজের উপর মানুষের ভরসা করতে হয়। প্রধান কথা হল বিরাট দূরের পথ পাড়ি দেওয়ার জন্য জাহাজ বা প্লেনের উপরই মানুষ ভরসা করে থাকে। কিন্তু এমন এক পথ আছে যেখানে প্রচুর প্লেন বা জাহাজ নিখোঁজ হয়ে গেছে আর খুঁজে পাওয়া যায়নি, শুধু তাই নয় কারন অনুসন্ধান করাও সম্ভব হয়নি। বারমুডা ট্রায়াঙ্গেল।