স্পোর্টস ডেস্কঃবেশ কিছুদিন ধরে মাঠে নেই একাধিক প্লেয়ার। বর্ষবরণের আগে জয় দিয়েই শেষ করেছিল বার্সা। জয়ের নেপথ্যে মেসি। তবে ক্রিসমাস থেকে শুরু করে বর্ষবরণ পুরোটাই নিজের পরিবারের সাথে কাটালেন লিওনেল মেসি। যদিও ছুটি হোক বা যেকোনো পার্টি নিজের পরিবারের সাথে কাটাতেই ভালোবাসেন লিওনেল মেসি।
মেসি, ফেব্রেগাস সহ একাধিক সতীর্থ এখনও ছুটি কাটাতে ব্যস্ত। এবং তারা ছুটি কাটানোর পাশাপাশি নিজেদের ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে। রীতিমতো বিকিনি ফটোশ্যুটে মেতে উঠেছেন তাদের বান্ধবি ও পত্নীরা।