নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ভারত-পকিস্তানের ডগ ফাইট দেখেছিল সারা বিশ্ব। তবে তার আগে পাকিস্তানের সীমানায় ঢুঁকে রীতিমতো দাদাগিরি করেছিল ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০। প্রথমাবস্থায় টের না পেলেও বেশ কিছু সময় পর টের পায় পাকিস্তান। তবে এবার তার থেকেও শক্তিশালি বিমান ভারতের হাতে এসেছে। রাফালে। কিন্তু পাকিস্তানের হাতে রয়েছে f-16 er মতো যুদ্ধ বিমান।
Previous Post: হট ফটোশ্যুট দিশা পাটানির। দেখুন ভিডিও