সুমিত, কলকাতাঃ বর্ষবরণের রাত। শব্দটা শুনেই সবার আগে মাথায় আসে পার্টি, নাইট আউট, ডিস্কো। আর পুরো ব্যাপারটাই সমাজের উঁচু তলার মানুষের আমোদপ্রমোদের জন্য। কিন্তু কখনও ভেবে দেখেছেন যে এই বর্ষবরণের রাতে কত মানুষ অভুক্ত থাকে? কত মানুষ ছাদের তলায় নেই? কত মানুষ শীতে কষ্ট পাচ্ছে? বা এই কঠোর শীতের অকাল বৃষ্টিতে ভিজে রাত কাটাতে হচ্ছে? আসলে সময়ের অভাব বলে কাটিয়ে দিয়ে এই জিনিসগুলি নিয়ে ভেবে দেখার সময় হয়ে ওঠেনা। একপ্রকার বলতে গেলে সমাজের এক বিরাট অংশের মানুষ ব্যাপারটা এড়িয়ে চলতে চায়।
কিন্তু সমাজে এমনও কিছু মানুষ থাকে যে প্রচুর সাফল্য পাওয়ার পরেও এই মানুষগুলির কথা প্রতি পদক্ষেপে ভেবে থাকে। পার্টি বা আমোদপ্রমোদে নয় এদের মাঝেই নিজেদের ব্যস্ত সময়ের মধ্যে কিছুটা সময় কাটাতে চায়।
কলকাতা জুড়ে দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন রোটার্যাক্ট ক্লাব অফ ক্যালকাটার সদস্যারা। হাওড়ার আসে পাশে থাকা বেশ কিছু মানুষকে কম্বল থেকে দান করলেন তারা। এবং প্রচারের জন্য এই কাজ করেছেন বললে পুরোটাই ভুল করা হবে। কারন ঘুমিয়ে থাকা প্রচুর মানুষ, যারা সেই রাতে কষ্ট পাচ্ছে তাদের অজান্তেই তাদের কম্বল দান করলেন।