2020

চীনের বেশিরভাগ যুদ্ধবিমান যে রাশিয়ান যুদ্ধবিমান থেকে কপি করে তৈরি করা হয়েছিল। দেখুন তার ভয়ংকর রুপ

নিউজ ডেস্কঃ সুখই। এই সিরিজের যুদ্ধবিমান গুলি যে পৃথিবীর অন্যতম সেরা যুদ্ধবিমান তা আর নতুন করে কিছু বলার নেই। ভারতের হাতে থাকা সুখই সু ৩০ যে চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে যেকোনো সময় টেক্কা দিতে পারে তা বলাই বাহুল্য। তবে সুখই সিরিজের শুধু সুখই সু ৩০ নয়, সুখই এর ২৭, ৩৩, ৩৩ এর মতো যুদ্ধবিমান বেশ জনপ্রিয় হয়েছে। বেশ কিছু দেশের বায়ুসেনায় এই যুদ্ধবিমান গুলি দেখা যায়। রাশিয়া ছাড়াও চীনের

৪ ++ জেনারেশানের বিধ্বংসী যুদ্ধবিমান পেতে চলেছে বায়ুসেনা। দেখুন এর বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ মিগ। এমন এক  কোম্পানি যা আমেরিকার যুদ্ধবিমান গুলি সঠিক শিক্ষা দিয়েছিল। এবং রাশিয়ার এই মিগের বিভিন্ন ভার্শন নজর কেড়েছিল বিভিন্ন দেশের, আর সেই কারনে প্রচুর দেশ এই যুদ্ধবিমান গুলি ক্রয় করে। ভারতবর্ষ একটা সময় প্রায় ১০০০ এর কাছাকাছি মিগ যুদ্ধবিমান গুলি ব্যবহার করেছিল। আর সেই বিমানের উপর ভর করে একাধিক সময় শিক্ষা দিয়েছে পাকিস্তানকে। তবে বর্তমান দিনে আসতে আসতে চাহিদা কমেছে রাশিয়ার মিগের। মিগ ৩৫। মিগ ২৯ এর

যেই যুদ্ধবিমান পছন্দ না হওয়াতেই তৈরি করা হয়েছিল রাফালে। দেখুন তার বিধ্বংসী রুপ

নিউজ ডেস্কঃ বর্তমান ভারতের বায়ুসেনার হাতে রাফালে আসার পর যে ভারতের ক্ষমতা বেড়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে রাফালের একাধিক যুদ্ধাস্ত্র যে চীন এবং পাকিস্তানকে যেকোনো সময় কাঁত করতে পারে তা সকলেরই জানা। তবে এই রাফালে তৈরি পেছনে রয়েছে আরেক যুদ্ধবিমান। ইউরফাইটার টাইফুন। ইউরোপের দেশ গুলি মিলে এক নতুন যুদ্ধবিমান তৈরি করার প্ল্যান করে। এবং তারা একটি নতুন যুদ্ধবিমান সামনে নিয়ে আসে। ফ্রান্সের এই যুদ্ধবিমান পছন্দ না হওয়ার তারা রাফালে

মিশন বালাকোট। কে ছিল এই মিশনের প্রধান জানেন?

নিউজ ডেস্কঃ অজিত ডোভাল। দীর্ঘ ৭ বছর পাকিস্তানের মাটিতে কারিয়ে আসা এমন একটি মানুষ যাকে একদম সহ্য করতে পারেনা পাকিস্তান। পাকিস্তানকে উচিৎ শিক্ষা দিয়ে বুঝিয়েছিলেন তিনি যে ভারতবর্ষ কি করতে পারে আর ভারতের কি ক্ষমতা। মিশন বালাকোট(২০১৯) ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মহম্মদ জঙ্গিদের অতর্কিত আক্রমণে প্রাণ হারিয়েছিলেন সেনাবাহিনীর চল্লিশ জন সিআরপিএফ জওয়ান। অজিত ডোভালের ফোন গিয়েছিল আমেরিকায়। ফোনের অপর প্রান্তে ছিলেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোলটন। বোলটনকে

ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানের নাম শুনলেই পাকিস্তান কেন তেলে বেগুনে জ্বলে ওঠে?

নিউজ ডেস্কঃ ডোভাল। অজিত ডোভাল, যার নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে পাকিস্তান। কারন পাকিস্তানের সেনাদের এবং জঙ্গিদের উচিৎ শিক্ষা দিয়েছিলেন এই মানুষটি। দেশের স্বার্থে জীবন দিতে পিছুপা হননি। তবে এই ডোভালকে দু’চক্ষে দেখতে পারে না পাকিস্তান। পাকিস্তানের মাটিতে কিছু ঘটলেই প্রথমে নাম  আসে ‘র’ এবং ডোভালের। বর্তমানে পাকিস্তানের বুকে মাথাচাড়া দিয়ে উঠেছে চারটি স্বাধীন রাষ্ট্রের আন্দোলন। স্বাধীন বালোচিস্তান, সিন্ধুদেশ, স্বাধীন আজাদ কাশ্মীর-গিলগিট-বাল্টিস্তান এবং জিন্নাহপুর-মুহাজির সুবা। এ সবের পিছনে ডোভাল

ইন্ডিয়ান নেভি অফিসারকে ব্ল্যাকমেল করা হয় এই সামরিক চুক্তিতে সই করার জন্য-সূত্র

নিউজ ডেস্কঃ বর্তমানে ভারতের হাতে এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজ কতগুলি? ১ টি একটিভ রয়েছে পাশাপাশি আরও একটি সার্ভিসে আসবে ২০২৩ সালে। আই এন এস ভিক্রামাদিত্য। বর্তমানে নৌসেনাকে সার্ভিস দিছে। তবে এই আই এন এস ভিক্রমাদিত্যকে নিয়ে কম জল ঘোলা হয়নি। বিশেষ করে একটি ডিফেন্সের ইক্যুইপমেন্ট ভারতে আসতে যে এতো সময় কেন লাগে? তা হয়ত নেভাল অফিসাররা ভালো করে জানেন। ভারতের রাজনৈতিক কারনে কতোটা অসুবিধার সম্মুখীন হতে হয়। আই এন ভিক্রমাদিত্য।

৩০০কিমি দূর থেকে শত্রুপক্ষের যুদ্ধবিমানকে টার্গেট করে ধ্বংস করতে পারে। কি এমন টেকনোলোজি যুক্ত আছে ভারতের যুদ্ধজাহাজে?

নিউজ ডেস্কঃ ভারতের হাতে যে একাধিক অত্যাধুনিক রেডার ব্যবস্থা এবং মিসাইল রয়েছে তা একাধিকবার প্রমান পেয়েছে সারা বিশ্ব। ভারতের নৌবাহিনীর জাহাজ গুলিতে প্রচুর পরিমাণে অত্যাধুনিক জিনিস রয়েছে যা চীন, পাকিস্তান রীতিমতো সমীহ করে চলে। ভারতীয় নৌবাহিনীর সব থেকে শক্তিশালী এয়ার সার্ভেইল্যন্স রেডার। ৫০০কিমি ডিটেক্সান রেঞ্জের এই 3D C Band রেডারটি IFF ট্র্যন্সপন্ডার আর এ্যন্টি জ্যমিং ক্ষমতার সাথে ভারতীয় নৌবাহিনীর একমাত্র এয়ারক্রাফট ক্যরিয়ার আইএনএস ভিক্রমাদিত্যে এ্যক্টিভ রয়েছে। ৩০০কিমি দুর থেকে এফ-১৬

পঞ্চম প্রজন্মের বিমানের অত্যাধুনিক টেকনোলোজি এবার যুক্ত হতে চলেছে ভারতের যুদ্ধবিমানে। কি সুবিধা পাবে বিমান বাহিনী?

নিউজ ডেস্কঃ রাশিয়ার থেকে যুদ্ধবিমান ক্রয় করতে চলেছে তা ইতিমধ্যে সকলেরই গোচরে এসেছে। আর এই বিধ্বংসী যুদ্ধবিমান গুলি যে অত্যাধুনিক এবং বিধ্বংসী হবে তা বলাই বাহুল্য। রাশিয়ার থেকে ভারত যে অতিরিক্ত ২১ টি আপগ্রেড মিগ-২৯ ক্রয় করতে চলেছে,তার সাথে অত্যাধুনিক প্যাকেজ অফার করেছে রাশিয়া। এই প্যাকেজে থাকছে  AESA রাডার, যা রাশিয়ার পঞ্চম প্রজন্মের বুমানে ব্যবহার করা হবে। এছাড়াও সেন্সর,লংরেঞ্জ BVR মিসাইল,গ্রাউন্ড অ্যাটাক মিসাইল,মিড এয়ার রিফিউলিং ক্ষমতা। খুব শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে

ব্রহ্মসের থেকেও ভয়ংকর কি কি মিসাইল রয়েছে ভারতের হাতে?

নিউজ ডেস্কঃ মিসাইল টেকনোলোজিতে ভারত যে উন্নত তা একাধিকবার প্রমান হয়েছে। এবং ভবিষ্যতে যে ভারতের অত্যাধুনিক মিসাইল যুক্ত হচ্ছে তা মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের কাছে। তবে ভারতের হাতে এখন কি কি ধরনের মিসাইল আছে? বা তাদের রেঞ্জ কত? তবে তার আগে মিসাইল গুলোর কোড দেওয়া হল:— SRBM:– শর্ট রেঞ্জ ব্যলেস্টিক মিসাইল CM:– ক্রুজ মিসাইল IRBM :— ইন্টার মিডিয়েট রেঞ্জ ব্যলেস্টিক মিসাইল ICBM :– ইন্টার কন্টিনেন্টাল ব্যলেস্টিক মিসাইল

চীন, পাকিস্তানের বিরুদ্ধে লড়তেই কি রাফালে ক্রয়! নাকি পেছনে অন্য কারন ছিল?

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই ভারতের হাতে অত্যাধুনিক রাফালে এসে পৌঁছেছে। মত ৩৬ টি রাফালে থাকবে ভারতের সেনাবাহিনীর কাছে। তবে জানেন কি ভারতের হাতে এই যুদ্ধবিমান এসে পৌঁছানো এতো সোজা ছিলনা। দীর্ঘ প্রতীক্ষার পর ভারতেরে সেনাবাহিনী এই যুদ্ধবিমান পেয়েছে। রাফালে ক্রয় করার পেছনে কি কারন ছিল জানেন? ভারতকে তার দুই অসৎ প্রতিবেশি (চীন ও পাকিস্তান) একত্রে ভালোভাবে জবাব দেওয়ার জন্য বায়ুসেনার কাছে বিয়াল্লিশ থেকে পয়তাল্লিশ স্কোয়াড্রন (এক স্কোয়াড্রন = ১৮ টি