তাজমহলের গোপন তথ্য ফাঁস করা হয়না কেন? কি এমন আছে গোপন রহস্য?
নিউজ ডেস্কঃ তাজমহল। শব্দটি শুনলে সবার আগে যে শব্দটি মাথায় আসে তাহল ভালোবাসার স্মৃতি। সত্যি কি তাজমহল ভালোবাসার স্মৃতি? এই নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। এখানে একাধিক বিষয় আজও উন্মচন করা সম্ভব হয়নি। একাধিক দরজা থেকে শুরু করে ঘড় আজও বন্ধ।