স্পোর্টস ডেস্কঃ ফুটবল খেলেনা এমন দেশ খুঁজে পাওয়া বেশ মুশকিল। আসলে এমন কোনও দেশই পাওয়া যাবেনা। কারন রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত পাওয়া দেশের সংখ্যা ১৯৬ থেকে ২০০। সেখানে ফুটবল খেলে ২১৪ টি দেশ। তার মধ্যে আবার কাতালুনিয়ার মতো কিছু দল রয়েছে। যারা রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত পায়নি বলে আন্তর্জাতিক স্তরে ফুটবলটা খেলতে পারেনি।
তবে এতোদিন সকলে আমরা দেখেছি মানুষকে ফুটবল খেলতে। মানুষের সাথে কিছু কুকুরের ও ফুটবল খেলার ভিডিও আমাদের সামনে এসেছে। তবে এবার সবাইকে চমকে দিয়ে গরুর ফুটবল খেলার ভিডিও সামনে এলো।
আর এই ভিডিও সামনে আসতেই এই ভারতীয় গরুকে কেউ কেউ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে তুলনা করা শুরু করল।