কাশ্মীরের মেয়েরা এতো সুন্দরী কেন?
নিউজ ডেস্কঃ কাশ্মীর নিয়ে একাধিক সমস্যা। বিশেষ করে ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকে একের পর এক খবর আসছে। সবথেকে বড় বিষয় হল এই যে পৃথিবীর ভূস্বর্গ মানা হয় যেই কাশ্মীরকে সেই জায়গার অবস্থা আজ নরকের ন্যায়। কিন্তু সেখানকার মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে খাওাদাওয়া নিয়ে অনেকের হিংসা আছে। এখানকার মানুষদের এতো সুন্দর দেখতে হওয়ার পেছনে বড় কারন হল সেখানাকার জলবায়ু থেকে শুরু করে খাওয়াদাওয়া।