ভারতবর্ষের ফুটবল প্রেমিদের জন্য আলাদা জায়গা দিয়েছেন মেসি

ভারতবর্ষের ফুটবল প্রেমিদের জন্য আলাদা জায়গা দিয়েছেন মেসি

স্পোর্টস ডেস্কঃ মেসি। ফুটবল জগতের এক উজ্জ্বলতম নখত্র। ফুটবল ইতিহাসে তিনিই সেরা বলে মত একাধিক ফুটবল বিশেষজ্ঞের। এখনও পর্যন্ত ৬ বার ব্যালন ডি অরের জয়ের পাশাপাশি ৬ বার গোল্ডেন শ্যু জিতেছেন তিনি, যা এখনও পর্যন্ত কেউ করতে পারেনি ফুটবল ইতিহাসে।

সারা বিশ্বে এখনও পর্যন্ত দেশের সংখ্যা ২০০ এর আসে পাশে। সঠিক সংখ্যাটা কত তা না জানা গেলেও পৃথিবীতে সকল দেশেই যে মেসির সমর্থক আছে তা প্রমানিত। আর সেই সংখ্যাটা কিন্তু কম নয়। কারন সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ান্সের বিচারে মেসির স্থান তৃতীয়। আর সেই সংখ্যাটা যদি জানা যায় যে কোন দেশে কত? তাহলে এতটুকু জোর গলায় বলা যেতেই পারে যে ভারতবর্ষের নাম অন্তত প্রথম তিনে থাকবে।

কিছু বছর আগে মেসি ঘুরে গিয়েছিলেন ভারতবর্ষে তথা আমাদের কলকাতায়। আর আমাদের দেশের মানুষের ভালোবাসা যে তাঁর নজর কেড়েছে তা বলাই বাহুল্য। কারন মেসির অফিশিয়াল উইকিপিডিয়া পেজে ভারতবর্ষে তাঁর সমর্থকরা যে নিজেদের বিলাস বহুল গাড়িতেও তাঁর নাম এবং ক্লাবের ট্যাটু পেইন্টিং করানো আছে সেই ছবি তুলে ধরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *