নিউজ ডেস্কঃ কালো জাদু। বলা হয়ে থাকে এই জাদুর ব্যবহারে নাকি শয়তান জাগ্রত হয়। আর তাঁকে দিয়ে যা ইচ্ছা তাই নাকি করিয়ে নেওয়া যায়।
পৃথিবীর ইতিহাসে এও শোনা গেছে যে কালো জাদু দিয়ে মরা মানুষ নাকি বাঁচিয়ে তোলা হয়েছে। শুধু তাই নয় একাধিক তারকারা নাকি এই জাদুর মাধ্যমেই তাদের গ্ল্যামার ধরে রেখেছেন। বলিউড থেকে শুরু করে টলিউডের অনেকেই নাকি কালোজাদুর মাধ্যমেই নিজেদের সৌন্দর্য ধরে রেখেছেন।
তবে জানেন কি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যজনক বই কোথায় রাখা আছে?