ফিল্ম ডেস্কঃ বিদেশি গানের ছন্দে দেশি নাচ। যদিও দেশি গানের মিক্স এবং ছোঁয়া দুটিই আছে। এড শারেন এর “শেপ অফ ইউ”। ইউটিউবের সেরা দেখা প্রথম ১০ টি গানের মদ্ধ্যে একটি। অনেকগুলি মিক্সিং ও বেরিয়েছে। এবং প্রত্যেকটি অনবদ্য ভাবে হিটের তালিকায়। তারমধ্যে একটি হল সোয়ালা জাথি মিক্স। ইতিমধ্যেই গানটি ভাইরাল হয়েছে একাধিক সোশ্যাল মাধ্যমে।
সেই গানে এবার এক বাঙালি মেয়ের নৃত্যশৈলী মন কাড়ল সকলের। ভারতনাট্যমের সাথে কিছুটা বিদেশি ফর্ম দেখা গেল এই ভিডিওটিতে।