বেলা হাদিদি পৃথিবীর সবথেকে সুন্দরী মডেল। কিন্তু কেন?

বেলা হাদিদি পৃথিবীর সবথেকে সুন্দরী মডেল। কিন্তু কেন?

ওয়েব ডেস্কঃ বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হলেন মডেল বেলা হাদীদ অন্তত গ্রিক ম্যাথমেটিক্স এর দাবি ছিল এমনটাই। ‘গোল্ডেন রেশিও অফ বিউটি ফাই স্টান্ডার্ডস’ অনুযায়ী বেলা হাদীদ হলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ও এবার বিজ্ঞানীরাও তাতে সবুজ সংকেত জানালো।

‘গোল্ডেন রেশিও অফ বিউটি ফাই স্টান্ডার্ডস’ ও ক্লাসিক গ্রিক গণনা পদ্ধতি যৌথ ভাবে মুখমন্ডলীর মাপ নিয়ে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সৌন্দর্যকে সংজ্ঞায়িত করে।’গোল্ডেন রেশিও’র মাপ অনুযায়ী 23 বছরের সুন্দরী বেলা হাদীদের মুখমন্ডল 94.35% নির্ভুল।

পপ তারকা বিয়ন্সে 92.44% নিয়ে দ্বিতীয় স্থানে,অভিনেত্রী এম্বার হার্ড  এইখানে তৃতীয় স্থান অধিকার করেছেন 91.85% নিয়ে এবং আরিয়ানা গ্রান্ডে 91.81% নিয়ে  চতুর্থ স্থানে অধিকার করেছেন।

ডাঃ জুলিয়ান দে সিলভা, ফেসিয়াল কসমেটিক সার্জেন এই পুরো কাজটি সম্পন্ন করেছেন। ডাঃ জুলিয়ান দ্যা ডেইলি মেইল-কে জানান, “বেলা হাদীদ হলেন আমাদের বিজেতা এবং তার কারণ পরিষ্কার। তার মুখমন্ডলের মাপ খুবই নির্ভুল। তার চিবুকের পরিমাপ 99.07 % সম্পূর্ণ সঠিক”।

গত সপ্তাহে বেলাকে নিয়ে খবর আসছিল যে সে তার প্রাক্তনের সাথে আবার সম্পর্কে আসতে চলেছেন। তার জন্মদিনের দিন তার বাড়িতে তার প্রাক্তণকে দেখা যায়। যদিও এই জুটি এখন দাবি করে যে তারা এখন নিতান্তই বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *