মেয়েরা ঋতুমতী হলে সামাজিক বিধিনিষেধ কি কারনে? দেখুন ভিডিও

সুমিত, কলকাতাঃ একজন মহিলার ঋতুমতী হওয়া স্বাভাবিক ব্যাপার। ঋতুস্রাব কোনও রোগ নয়। ২০১৯ সালে পৌছে এখনও এই কথা বার বার উচ্চারন করতে হয়, বারবার বোঝাতে হয় ভারতীয় সমাজকে। এই সমাজকে এখনও বোঝাতে যে শরীরের বাকি কাজগুলির ন্যায় এটিও কাজ বা সাধারন বিষয়। যা ঈশ্বর প্রদত্ত্ব।

ঋতুস্রাব কোনও রোগ নয় এটি একটি শারীরিক প্রক্রিয়া এই ধারনা থেকে এখনও ভারতীয় সমাজের একটা বিরাট অংশ বেড়তে পারেনি। ঋতুস্রাব সম্পর্কিত স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা নিয়ে এখনও ভারতীয় মহিলাদের বোঝাতে হয়। তারা এই সম্পর্কে অবগত নন। এখনও সিংহভাগ মানুষ কোনও স্বামাজিক অনুষ্ঠান, পূজা-পার্বণ বা মন্দিরে উপস্থিত হননা তাদের ঋতুস্রাবের সময়।

স্বামাজিক এই চিন্তা ধারা বদলাতে কলকাতা রোটার অ্যাক্ট ক্লাব নিয়েছিল এক প্রচেষ্টা। যেখানে তারা কয়েকশো বছরের স্বামাজিক এই নিয়মের ভুল ত্রুটি গুলি চোখে আঙুল দিয়ে দেখাল তাদের পথ নাটিকায়। তারা তাদের পথ নাটিকার মাধ্যমে সমাজের এই ভুল ধারনার থেকে বেরিয়ে আসতে সোশ্যাল মেসেজও দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *