December 13, 2019

গিরগিটীকে ধরতে একাধিক সাপ ছুটল

নিউজ ডেস্কঃ সাপ। এমন এক প্রাণী যে সমস্ত ধরনের প্রাণী খায়। পৃথিবীর ইতিহাসে এমনও শোনা যায় একটা সময় সাপেদেরই রাজত্ব চলত। আর সেই সময় সাপেরা রাজত্ব করত ডায়নেসেরসদের উপর। তবে দিনের সাথে তাদের উচ্চতা কমেছে। তবে সাপেদের বিষ ভীষণ ভয়ংকর। সারা পৃথিবী জুড়ে আজও সাপের কামড়ে প্রান হারান ১ লক্ষের উপর মানুষ।

লাদাখের আকাশে উড়ছে ভারতীয় সৈন্য। দেখুন ভিডিও

ডিফেন্স ডেস্কঃ ডিফেন্স এক্সারসাইস। অর্থাৎ সেনাদের নিয়মিত প্র্যাকটিসের কথা সকলেরই জানা। তবে ভারতীয় সেনারা যে সে বিষয় এককদম এগিয়ে সেবিষয়ে সে বিষয় অনেক দেশই ওয়াকিবহাল। ভারতের সাথে রুটিং এক্সারসাইস করতে দেখা যায় রাশিয়া, অ্যামেরিকার মতো অত্যাধুনিক অস্ত্রবাহি দেশকেও। এবং ভারতীয় সৈন্যরা যে এই প্র্যাকটিসের ব্যপারে যথেষ্ট উৎসাহী তা ও সকলেরই জানা। তবে এবার লাদাখের আকাশে ইন্টিগ্রেটেড এক্সরসাইস করতে দেখা গেল ভারতীয় সেনাকে। যার স্বাক্ষি ছিল ভারতের নর্দার্ন আর্মি কম্যান্ডার। #WATCH

ভারতের জেগে ওঠার গল্প নিয়ে নতুন ছবি আগুনের পরশমণি

ওয়েব ডেস্কঃ “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”- বলে গিয়েছিলেন বিদ্রোহী কবি কাজি নজ্রুল ইসলাম। কিন্তু কবি যে স্বপ্ন দেখেছিলেন তা এখনও পূর্ণ হয়নি। এক পূর্ণ এবং অহিংস ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন বহু মানুষ। সীমান্তে একাধিক সময় চলে গুলির লড়াই। বাইরের একাধিক দেশ ভারত বিভাজনের চিন্তা করে। শুধুতাই নয় ভারতের মধ্যে অশান্তি তৈরি করার চেষ্টা চালিয়ে যায়। যাতে ভারতের মধ্যে হিংসার তৈরি হয় তার জন্য বিদেশ থেকে আসে একাধিক

এক নতুন উদ্যোগ সল্টলেকের এই হসপিটালের

নিউজ ডেস্কঃ হাঁটুর সমস্যা। এখন ঘরে ঘরে দেখা যায় এই সমস্যা। বিশেষ করে ষাটোর্ধ মহিলা এবং পুরুষদের মধ্যে এই সমস্যা। আর তাদের অনেকের হাঁটু রিপ্লেসমেন্ট বা হাঁটুর অস্ত্রপচারের ফলে সাধারন জীবনজাপনে ফিরেছে অনেকে। সাধারন মানুষ থেকে শুর করে হাঁটুর সমস্যা এবং নি রেপ্লেসমেন্ট রোগীদেরকেও দেখাগেলে দেখাগেল ওয়াকাথনে। অভিনব এই উদ্যোগের আয়োজন করেছিল জেবিসিএইচ হসপিটাল। উপস্থিত ছিলেন ফুটবলার অভ্র মণ্ডল থেকে শুর করে চিকিৎসক জয়দ্বিপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে হাঁটুর সমস্যায় যারা