গিরগিটীকে ধরতে একাধিক সাপ ছুটল
নিউজ ডেস্কঃ সাপ। এমন এক প্রাণী যে সমস্ত ধরনের প্রাণী খায়। পৃথিবীর ইতিহাসে এমনও শোনা যায় একটা সময় সাপেদেরই রাজত্ব চলত। আর সেই সময় সাপেরা রাজত্ব করত ডায়নেসেরসদের উপর। তবে দিনের সাথে তাদের উচ্চতা কমেছে। তবে সাপেদের বিষ ভীষণ ভয়ংকর। সারা পৃথিবী জুড়ে আজও সাপের কামড়ে প্রান হারান ১ লক্ষের উপর মানুষ।