ফিল্ম ডেস্কঃ ভারতবর্ষের হয়ে প্রথম মিস ইউনিভার্সের বিউটি পেজেন্টটি প্রথম জয় করেছিলেন কে বলুন তো? উত্তরটা দিতে বর্তমান দিনের টিন এজ দের একটু অসুবিধা হলেও ৩০ এর কোটায় পা রাখা মানুষের পক্ষে এটি খুবই একটি সহজ প্রশ্ন। কারণ খুব বেশি দিনের কথা নয়। ১৯৯৪ সালে মিস ইউনিভার্সের পালক ওঠে সুস্মিতা সেনের মাথায়। এবং একই বছরে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া পেজেন্টিও জিতেছিলেন।
বর্তমানে সেভাবে বলিউডে তাঁর ছবি এখন আর আসেনা। তবে মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া অ্যাওয়ার্ডটি জেতেন তিনি। এবং তারপরই তাঁর জন্য বিভিন্ন ছবির অফার আসে। এবং একাধিক ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ডেবিউ ছবি দাস্তাক। ১৯৯৬ সালে প্রথম ছবি করেন তিনি। এরপর “মেইনে প্যার কিউ কিয়া”, “হিন্দুস্তান কি কাসাম” চিঙ্গারির মতো হিট ছবি দিয়েছেন বলিউডকে। শুধু হিন্দি ছবি নয়, হিন্দির পাশাপাশি তামিল এবং বাংলা ছবিতেও অভিনয় করেছন তিনি। তাঁর শেষ ছবি “নির্বাক”। সেইভাবে ছবি না করলেও সোশ্যাল মিডিয়াতে তিনি প্রায় তাঁর ছবি, ভিডিও শেয়ার করে থাকেন তিনি।