December 9, 2019

৫ ভয়ংকর কবরস্থানের অজানা কাহিনী

নিউজ ডেস্কঃ শ্মশান হোক বা কবরস্থান। পৃথিবীর অন্যতম শান্তি বা পবিত্র জায়গা গুলির মধ্যে অন্যতম। তবে পৃথিবীতে এমন কিছু কবরস্থান রয়েছে যেখানে মানুষ যেতে ভয় করে। অর্থাৎ পবিত্র জায়গা তো দূরের কথা মানুষ তার ধারে কাছেই যেতে চাননা। সারা বিশ্ব জুড়ে রয়েছে এমন কিছু কবরস্থান। একাধিক দেশে অবস্থিত এইসব গোরস্থানের রয়েছে রোমাঞ্চকর কিছু গল্প। ধারে কাছে যাওয়া তো দূরের কথা নাম শুনলেই মানুষ আঁতকে ওঠেন।

হট মালাইকার উষ্ণ ভিডিও। ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্কঃ সম্পর্কের কারনে মিডিয়ার এই মুহূর্তের অন্যতম চর্চার বিশয় অর্জুন-মালাইকা।তাদের সম্পর্ক নিয়ে একটু বেশি তাগিদ সকলের। ৪৩ বছর বয়সেও তাঁর গ্ল্যামারের কারনে কুপোকাত টিন এজ ছেলেরা। তার ফটোশ্যুট নজর কেরেছে একাধিক সময়