মেসি বনাম সালাহ! জিতলেন কে? দেখুন ভিডিও

মেসি বনাম সালাহ! জিতলেন কে? দেখুন ভিডিও

স্পোর্টস ডেস্কঃ মেসি। ফুটবল জগতের এক উজ্জ্বল নখত্র। ৫ বার ব্যালন ডি ওরের পাশাপাশি ৫ বার ইউরোপিয়ান গোল্ডেন শ্যু ও জিতেছেন এই আর্জেন্টাইন তারকা। এছাড়াও ফিফা বেষ্ট প্লেয়ার, গোল্ডেন সকার অ্যাওয়ার্ডের মতো একাধিক অ্যাওয়ার্ড জিতেছেন এল এম টেন। চলতি মরশুমে লা লিগার সেরা গোল দাতা হলেন মেসি। লা লিগার সেরা গোল দাতা হওয়ার পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে তাঁর পারফরম্যান্স নজর কাড়ার মতো। সম্প্রতি তাঁর সাথে লিভারপুল তারকা মহম্মদ সালাহকে দেখা গেল একটি ভিডিওতে।

যেখানে দুই ফুটবল মহারথি পেপসির জন্য লড়াই করছেন ফুটবল নিয়ে।

View this post on Instagram

Behind the scenes…

A post shared by Mohamed Salah (@mosalah) on

ইজিপ্টের এই তারকা ২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর একের পর এক খেতাব এনে দিয়েছেন লিভারপুলকে। শুধু তাই নয় গোলের বিচারে তিনি পাল্লা দিয়েছেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা মেসি এবং রোনাল্ডোকে। লিভারপুলের জার্সি গায়ে ইতিমধ্যেই তিনি ৬২ ম্যাচে ৪৯ টি গোল করেছেন।

ইন্সটাগ্রামে আবার দুই মহাতারকা মেসি এবং সালাহকে দেখা গেল দুই অভিনব চ্যালেঞ্জ নিতে। যদিও দুই তারকার দুই চ্যালেঞ্জ আলাদা থাকেলও মেসির চ্যালেঞ্জের প্রশংসা করেছেন একাধিক ফুটবল বিশেষজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *