ওয়েব ডেস্কঃ বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হলেন মডেল বেলা হাদীদ অন্তত গ্রিক ম্যাথমেটিক্স এর দাবি ছিল এমনটাই। ‘গোল্ডেন রেশিও অফ বিউটি ফাই স্টান্ডার্ডস’ অনুযায়ী বেলা হাদীদ হলেন বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা ও এবার বিজ্ঞানীরাও তাতে সবুজ সংকেত জানালো।
‘গোল্ডেন রেশিও অফ বিউটি ফাই স্টান্ডার্ডস’ ও ক্লাসিক গ্রিক গণনা পদ্ধতি যৌথ ভাবে মুখমন্ডলীর মাপ নিয়ে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতিতে সৌন্দর্যকে সংজ্ঞায়িত করে।’গোল্ডেন রেশিও’র মাপ অনুযায়ী 23 বছরের সুন্দরী বেলা হাদীদের মুখমন্ডল 94.35% নির্ভুল।